Saturday, July 5, 2014

লক্ষ্যের আরেকটু কাছাকাছি ব্রাজিল:কালের কন্ঠ

হামেস রোদ্রিগেসের সঙ্গে খণ্ডযুদ্ধে হারলেন নেইমার। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে মহাযুদ্ধে ঠিকই জিতল ব্রাজিল। কাল লাতিন আমেরিকার প্রতিবেশীদের ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে উঠল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি। ম্যাচের আবহে নেইমার-রোদ্রিগেসের দ্বৈরথটা ছিল আলোচনার তুঙ্গে। সেখানেই আঁকা হয়ে যাওয়ার কথা ছিল ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচের গতিপথ। হলো না তো! কেননা এখানে রোদ্রিগেসের জয়টি স্পষ্ট। পেনাল্টি থেকে বিশ্বকাপের ষষ্ঠ গোলটি করেছেন তিনি। সেখানে নেইমার গোলের তেমন কোনো সুযোগই তৈরি করতে ব্যর্থ। উল্টো ৮৭তম মিনিটে ইনজুরির কারণে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়ে লুই ফেলিপে স্কলারির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছেন। কাল ব্রাজিলের জয়ের আনন্দে মিশে ছিল এই এক ছোপ বিষাদও। রোদ্রিগেসের গোলটি ম্যাচের ৮০তম মিনিটের ঘটনা। এই কলম্বিয়ার নাম্বার টেনের পাস থেকে গোলমুখ খুলে গিয়েছিল কার্লোস বাক্কার সামনে। উপায়ান্তর না দেখে জুলিয়ো সেজার ফাউল করেন তাঁকে। বেজে ওঠে রেফারির পেনাল্টির বাঁশি। সেটি রোদ্রিগেস ঠিকঠাক কাজে লাগালে স্নায়ুক্ষয়ী শেষ ১০ মিনিট কেটেছে ব্রাজিলের। এর আগের সময়টায়ও যে সহজাত শ্রেষ্ঠত্বে ছিল ‘সেলেসাও’রা, তা নয়। যদিও ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোল পেয়ে যায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হাঁটু লাগিয়ে গোল করেন থিয়াগো সিলভা। এরপর বাকিটা সময় সতীর্থদের নিয়ে সিংহের বিক্রমে রক্ষণ সামলেছেন অধিনায়ক। কিন্তু টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলা হচ্ছে না তাঁর। কলম্বিয়া গোল শোধের জন্য মরিয়া চেষ্টা করে গেছে রোদ্রিগেসের নেতৃত্বে, কিন্তু উল্টো ব্রাজিল দ্বিতীয় গোল পেয়ে যায় ৬৯তম মিনিটে। ফ্রি-কিক থেকে অসাধারণ লক্ষ্যভেদ করেন দাভিদ লুইজ। শেষ পর্যন্ত সেটিই হয়ে যায় জয়সূচক।

No comments:

Post a Comment