ল। ২৫ জুলাই সকাল সাড়ে সাতটায় সান উইং বিমানটি টরন্টো পিয়ারসন বিমানবন্দর ত্যাগ করার পরপরই আলী শাহী একজন কানাডীয় যাত্রী বিমানে ১০টি বোমা আছে এবং রিমোট কন্ট্রোল দিয়ে বিমানটি উড়িয়ে দিতে পারে এ কথা চিৎকার করে বলতে থাকে। এর পরপরই বিমানটি ভার্জিনিয়ার আকাশে পৌঁছালে জরুরি সংকেত পেয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে দুটি এফ-১৬ বিমান ছুটে আসে এবং কানাডীয় সান উইং বিমানকে প্রহরা দিয়ে টরন্টো পৌঁছে দেয়।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, July 27, 2014
কানাডিয়ান বিমানে বোমা হামলার হুমকি:প্রথম অালো
ল। ২৫ জুলাই সকাল সাড়ে সাতটায় সান উইং বিমানটি টরন্টো পিয়ারসন বিমানবন্দর ত্যাগ করার পরপরই আলী শাহী একজন কানাডীয় যাত্রী বিমানে ১০টি বোমা আছে এবং রিমোট কন্ট্রোল দিয়ে বিমানটি উড়িয়ে দিতে পারে এ কথা চিৎকার করে বলতে থাকে। এর পরপরই বিমানটি ভার্জিনিয়ার আকাশে পৌঁছালে জরুরি সংকেত পেয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে দুটি এফ-১৬ বিমান ছুটে আসে এবং কানাডীয় সান উইং বিমানকে প্রহরা দিয়ে টরন্টো পৌঁছে দেয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment