মিল্কি হত্যা মামলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে এ আসামি গতকাল আত্মসমর্পণ করে জামিন চান। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ড দেয়ার জন্য আবেদন করেন। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে ১০ দিনের রিমান্ড বিষয়ে আগামী ২৩ সেপ্টেম
্বর আসামির উপস্থিতিতে শুনানির জন্য তারিখ ধার্য করেন। গত ১৪ এপ্রিল এ মামলায় ১১ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ সময় বাদিপক্ষ এ চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেয়। আদালত তা গ্রহণ করে সিআইডিকে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেন। তদন্ত অবস্থায় সিআইডি টমেট বাবুকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। গতকাল এ মামলার আসামি জাহিদুল ইসলাম টিপু আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি বর্তমানে অধিকতর তদন্তের পর্যায়ে রয়েছে। সে ক্ষেত্রে আসামি জাহিদুল ইসলাম টিপুর বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সে কারণে মিল্কি হত্যার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন। আদালত শুনানি শেষে আগামী ২৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
No comments:
Post a Comment