মেরামত করা এবং রেলওয়ের সব ক্ষেত্রে একই প্রক্রিয়ায় কাজ করাসহ মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার বিষয়ে মন্ত্রলায়কে নির্দেশনা দেয়। এ ছাড়া বৈঠকে রেলের বিভিন্ন জায়গায় অবৈধভাবে যেসব স্থাপনা ও হাটবাজার আছে সেসব স্থাপনা জরুরি ভিত্তিতে উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মুজিবুল হক, আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা এবং ইয়াসিন আলী অংশগ্রহণ করেন। বৈঠকে রেলের মেরামত ও ক্রয়পদ্ধতি এবং ২০১৪-১৫ অর্থবছরে রেলপথ মন্ত্রণালয়ের বাজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। রেলওয়ের অধীনে সরকারি বাসাকে পিপিপির মাধ্যমে হাইরাইজ অ্যাপার্টমেন্ট করা, রেলওয়ের নিজস্ব আয় বাড়ানো এবং যেসব স্টেশনে স্টেশন মাস্টার নেই সেসব স্থানে যত দ্রুত সম্ভব স্টেশন মাস্টার নিয়োগ প্রদানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি রেলের জমি বরাদ্দ নিয়ে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আজো সিএনজি স্টেশন নির্মাণ করেনি তাদের জায়গার বরাদ্দ বাতিল করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Monday, September 15, 2014
রেলের কেনাকাটায় স্বচ্ছতা না থাকায় ক্ষোভ:নয়াদিগন্ত
মেরামত করা এবং রেলওয়ের সব ক্ষেত্রে একই প্রক্রিয়ায় কাজ করাসহ মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার বিষয়ে মন্ত্রলায়কে নির্দেশনা দেয়। এ ছাড়া বৈঠকে রেলের বিভিন্ন জায়গায় অবৈধভাবে যেসব স্থাপনা ও হাটবাজার আছে সেসব স্থাপনা জরুরি ভিত্তিতে উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মুজিবুল হক, আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা এবং ইয়াসিন আলী অংশগ্রহণ করেন। বৈঠকে রেলের মেরামত ও ক্রয়পদ্ধতি এবং ২০১৪-১৫ অর্থবছরে রেলপথ মন্ত্রণালয়ের বাজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। রেলওয়ের অধীনে সরকারি বাসাকে পিপিপির মাধ্যমে হাইরাইজ অ্যাপার্টমেন্ট করা, রেলওয়ের নিজস্ব আয় বাড়ানো এবং যেসব স্টেশনে স্টেশন মাস্টার নেই সেসব স্থানে যত দ্রুত সম্ভব স্টেশন মাস্টার নিয়োগ প্রদানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি রেলের জমি বরাদ্দ নিয়ে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান আজো সিএনজি স্টেশন নির্মাণ করেনি তাদের জায়গার বরাদ্দ বাতিল করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment