্যাম্পিয়নেরা ৫-০ গোলে বিধ্বস্ত করল সফরকারীদের। ১৬তম রাউন্ডে বড় ব্যবধানের এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরেক দফা সুসংহত করল বার্সেলোনা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো রয়েছে তিনে। দুর্বল প্রতিপক্ষকে নিয়ে ম্যাচের শুরু থেকেই ছেলেখেলা করল বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে পেড্রোর গোলের পর এক মুহূর্তের জন্য পেছনে ফিরে দেখতে হয়নি স্বাগতিকদের। তবে প্রথম গোল হজমের পর কিছুটা হলেও প্রতিরোধ গড়তে সক্ষম হয় কর্দোবা। ৫০ মিনিটের দীর্ঘ একটি সময় তারা কোনো গোলই হজম করেনি। ৫৩ মিনিটে অধরা গোলের দেখা পান উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। পেড্রোর পাসে চমৎকার ফিনিশিং করে আট ম্যাচে নিজের প্রথম গোল আদায় করেন স্পেনের ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে। ম্যাচের শেষ ১০ মিনিটে স্বাগতিকদের গোলবন্যা হজমে বাধ্য হয় কর্দোবা। বিধ্বংসী এই স্পেলের দুই গোলই খুদে জাদুকর মেসির। ইনজুরি টাইমে আলবার পাসে তার দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। উড়ে আসা বল ডি-বক্সের মধ্যে দাঁড়িয়ে চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে চোখের পলকেই বাঁ পায়ের ভলিতে জালে ঢুকিয়ে দেন। কর্দোবার বিপক্ষে দুই গোলে লা লিগার চলতি মওসুমে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ১৩-তে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, December 21, 2014
মেসির ডাবল বার্সার গোলোৎসব:নয়াদিগন্ত
্যাম্পিয়নেরা ৫-০ গোলে বিধ্বস্ত করল সফরকারীদের। ১৬তম রাউন্ডে বড় ব্যবধানের এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরেক দফা সুসংহত করল বার্সেলোনা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো রয়েছে তিনে। দুর্বল প্রতিপক্ষকে নিয়ে ম্যাচের শুরু থেকেই ছেলেখেলা করল বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে পেড্রোর গোলের পর এক মুহূর্তের জন্য পেছনে ফিরে দেখতে হয়নি স্বাগতিকদের। তবে প্রথম গোল হজমের পর কিছুটা হলেও প্রতিরোধ গড়তে সক্ষম হয় কর্দোবা। ৫০ মিনিটের দীর্ঘ একটি সময় তারা কোনো গোলই হজম করেনি। ৫৩ মিনিটে অধরা গোলের দেখা পান উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। পেড্রোর পাসে চমৎকার ফিনিশিং করে আট ম্যাচে নিজের প্রথম গোল আদায় করেন স্পেনের ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে। ম্যাচের শেষ ১০ মিনিটে স্বাগতিকদের গোলবন্যা হজমে বাধ্য হয় কর্দোবা। বিধ্বংসী এই স্পেলের দুই গোলই খুদে জাদুকর মেসির। ইনজুরি টাইমে আলবার পাসে তার দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। উড়ে আসা বল ডি-বক্সের মধ্যে দাঁড়িয়ে চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে চোখের পলকেই বাঁ পায়ের ভলিতে জালে ঢুকিয়ে দেন। কর্দোবার বিপক্ষে দুই গোলে লা লিগার চলতি মওসুমে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ১৩-তে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment