Monday, December 29, 2014

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা আশা করছে চীন:নয়াদিগন্ত

দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা আশা করছে চীন।   গত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে ঢাকা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আশা প্রকাশ করেন।   চেয়ারপারসনের গুলশানের বাসভবনে রাত ৮টা ৩৫ মিনিট থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।   বৈঠক শেষে বিএনপির ভাইস চে
য়ারম্যান শমসের মোবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চীন আশা করে, দেশের দুই বড় রাজনৈতিক দল আলাপ-আলোচনার মধ্য দিয়েই তাদের মধ্যকার বিরাজমান সমস্যার কার্যকর সমাধানে পৌঁছতে পারে। অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন।   তিনি বলেন, বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্র বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন। চীন কৃতজ্ঞতার সাথে স্বীকার করে, বাংলাদেশ চীনের মধ্যকার গভীর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিএনপি এবং খালেদা জিয়ার অবদান রয়েছে। যে সম্পর্ক শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে।   শমসের মোবিন চৌধুরী বলেন, আগামী বছর চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৪০ বছর পূর্তি হবে। বিএনপির একটি প্রতিনিধিদল ওই দেশের আমন্ত্রণে আগামী বছর চীনে যাবে।   বৈঠকে খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

No comments:

Post a Comment