লিশের মুখপাত্র প্রাউত থাভর্নসিরি জানান, আরো তদন্তের পর সেখানে বোমা বিস্ফোরণের কথা জানা যায়। ওই মুখপাত্র বলেন, সিয়াম বিটিএস ও সিয়াম প্যারাগন মলের মাঝামাঝি দিয়ে যাওয়া একটি পথে এ দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তিনি আরো জানান, এতে একজন সামান্য আহত হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো বলেন, এ ঘটনায় আরো তদন্ত করা হচ্ছে। মেতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী মতা গ্রহণের পর বহাল থাকা সামরিক আইনের মধ্যে এই প্রথম দেশটির রাজধানীতে এ ধরনের ঘটনা ঘটল। এই বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘জনগণের ভালোমন্দের বিষয়টি জড়িত থাকায় আমি নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি।’ তিনি বলেছেন, ‘এই ঘটনা দেখিয়েছে আমাদের এখনো সামরিক আইন বহাল রাখা দরকার। এখনো কিছু খারাপ লোক শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের কঠোর শাস্তি দেয়ার জন্য আমাদের পথ বের করতে হবে।’ পুলিশ জানিয়েছে, এলিভেটেড হাঁটাপথের ওপর একটি ইলেকট্রিক কন্ট্রোলের পেছনে পাইপবোমা দু’টি লুকানো ছিল। বোমা দু’টিতে টাইমার স্থাপন করে রাত ৮টায় বিস্ফোরিত হওয়ার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। ওই সময় ক্রেতা ও বাইরে রাতের খাবার খেতে আসা লোকজনে স্থানটি সরগরম হয়ে উঠে বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য পরিষ্কার না হলেও হত্যার উদ্দেশ্য নয়, ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই বোমা দু’টির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Tuesday, February 3, 2015
ব্যাংককে জোড়া বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার:নয়াদিগন্ত
লিশের মুখপাত্র প্রাউত থাভর্নসিরি জানান, আরো তদন্তের পর সেখানে বোমা বিস্ফোরণের কথা জানা যায়। ওই মুখপাত্র বলেন, সিয়াম বিটিএস ও সিয়াম প্যারাগন মলের মাঝামাঝি দিয়ে যাওয়া একটি পথে এ দু’টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তিনি আরো জানান, এতে একজন সামান্য আহত হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো বলেন, এ ঘটনায় আরো তদন্ত করা হচ্ছে। মেতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী মতা গ্রহণের পর বহাল থাকা সামরিক আইনের মধ্যে এই প্রথম দেশটির রাজধানীতে এ ধরনের ঘটনা ঘটল। এই বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘জনগণের ভালোমন্দের বিষয়টি জড়িত থাকায় আমি নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি।’ তিনি বলেছেন, ‘এই ঘটনা দেখিয়েছে আমাদের এখনো সামরিক আইন বহাল রাখা দরকার। এখনো কিছু খারাপ লোক শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের কঠোর শাস্তি দেয়ার জন্য আমাদের পথ বের করতে হবে।’ পুলিশ জানিয়েছে, এলিভেটেড হাঁটাপথের ওপর একটি ইলেকট্রিক কন্ট্রোলের পেছনে পাইপবোমা দু’টি লুকানো ছিল। বোমা দু’টিতে টাইমার স্থাপন করে রাত ৮টায় বিস্ফোরিত হওয়ার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। ওই সময় ক্রেতা ও বাইরে রাতের খাবার খেতে আসা লোকজনে স্থানটি সরগরম হয়ে উঠে বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য পরিষ্কার না হলেও হত্যার উদ্দেশ্য নয়, ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই বোমা দু’টির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment