Sunday, July 13, 2014

ম্যারাডোনাকে টপকানোর এটাই সুযোগ মেসির:নয়াদিগন্ত

বাম পায়ের জাদুকর দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি লায়নেল মেসি। তারও যাবতীয় কারুকাজ ওই বাম পায়ে। ম্যারাডোনার নেতৃত্বেই আর্জেন্টিনার সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া এবং ফাইনালে খেলা। দুই যুগ পর ‘নতুন ম্যারাডোনা’ মেসির ক্যাপ্টেন্সিতেই ফের ফাইনালে ল্যাটিন দেশটি। আজ মেসির হাতে ট্রফি শোভা পেলেই হয়ে যাবেন ম্যারাডোনার সমকক্ষ। তবে একটি কর্মের মাধ্যমেই আজ সাবেক আর্জেন্টাইন ক্যাপ্টেন ও কোচকে টপকাতে পারবেন মেসি। যদ
ি তিনি আজ গোল করে জেতাতে পারেন দলকে। চার বিশ্বকাপ মিলে ম্যারাডোনার গোলসংখ্যা ৯। ১৯৮২ সালে তিনটি, ’৮৬ সালে পাঁচটি ও ’৯৪ সালে একটি। অন্য দিকে এখন পর্যন্ত তিন বিশ্বকাপে মেসির গোলসংখ্যা পাঁচ। ২০০৬ সালে একটি এবং এবার চারটি। ২০১০ সালে পাঁচ ম্যাচে গোলশূন্য তিনি। তবে ম্যারাডোনা যা পারেননি তা হলো, ’৮৬ ও ’৯০ দুই বিশ্বকাপ ফাইনালের কোনোটিতেই গোল করতে। ১৯৮৬ সালে তার পাস থেকেই অবশ্য জয়সূচক গোলটি করেছিলেন জর্জ বুরুচাগা। অপর দুই গোলদাতা জোসে ব্রাউন ও জর্জ ভালদানো। মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনা গোল না পেলেও সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে তার অবদানেই জিতেছিল আর্জেন্টিনা। দুই নকআউট ম্যাচে করেছিলেন দু’টি করে গোল। তবে প্রথম পর্বে তার একটি মাত্র গোল ছিল ইতালির বিপক্ষে। বিপরীত অবস্থা মেসির। এবার প্রথম পর্ব চার গোল দিয়ে দলকে নকআউট পর্বে টেনে তুলেছেন। কিন্তু দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে কোনো গোলের দেখা নেই। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির পাস থেকেই জয়সূচক গোল। কিন্তু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স। শেষ আটের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে একেবারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছেন। আর অন্তিম সময়ে সহজতম সুযোগ নষ্ট করেছেন একা গোলরক্ষকের গায়ে বল মেরে। সেমিফাইনালে চেষ্টার অন্ত ছিল না এই বার্সা ফরোয়ার্ডের। ডাচ তিন খেলোয়াড়ের কড়া মার্কিংয়ে বেশি দূর আর বল নিয়ে এগোতে পারেননি। তবে আজ শক্তিধর জার্মানদের বিপক্ষে নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগই নেই আর্জেন্টাইন অধিনায়কের। আজ দলের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের উপলক্ষ সৃষ্টি করতে জ্বলে উঠতেই হবে। দর্শকদের বুঝাতে হবে ফাইনালে নিজেকে মেলে ধরার জন্যই স্রেফ বিশ্রামে ছিলেন সেমি আর কোয়ার্টার ফাইনালে। আর ফাইনালে গোল করতে ব্যর্থ ম্যারাডোনাকে পেছনে ফেলার জন্য মারাকানায় গোল করতে হবে লায়নেলকে। সাথে জেতাতেও হবে দলকে। অন্যথায় সে অপবাদ তাকে নিতেই হবে। ‘মেসি যা কিছু করেছেন কাবের জন্য, আর্জেন্টিনা জাতীয় দলের জন্য নয়।’ যেমনটা বলা হয় ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহোর ক্ষেত্রে।

No comments:

Post a Comment