ওয়েস্ট ইন্ডিজকে অল আউটই করে দিলো বাংলাদেশ। ৩০০ রানের মধ্যেই গুটিয়ে দিতে পারতো! কিন্তু বাধা ছিল একজনই। তিনি চন্দরপল। যার বুদ্ধিমত্তা ও শেষের দিকের ব্যাটসম্যানদের দিয়ে অনেকটা ওয়ানডে স্টাইলে খেলিয়ে রান ৩৮০-এ নিয়ে গেছে তারা। তবে শেষ পর্যন্ত আউট করা যায়নি চন্দরপলকে। ৮৪ রানে অপরাজিতই থেকে গেছেন তিনি। তবে বাংলাদেশের পেসাররা এ দিন ভালো বোলিং করেছেন। লাঞ্চের আগেই আরো চার উইকেটের পতন ঘটিয়ে ফেলে রবিউল, শফিউল
ও আল আমিনরা। শেষ পর্যন্ত লাঞ্চের পর সফলও হয়। তবে সকালে তাদের অল আউট করার মিশনে খেলতে নেমেই সফলতার মুখ দেখেছে তারা। পেস বোলার রবিউল আউট করে দিয়েছেন ডেঞ্জারম্যান চন্দরপলের সাথে জুটি বেধে এগিয়ে চলা ড্যারেন ব্রাভোকে। সকালে ৪৪ রান নিয়ে খেলতে নেমে ২ রান যোগ করেই ব্রাভো রবিউলের বলে মুশফিকের গ্লাবসে ক্যাচ দেন। তবে এক কথায় সূচনাটা ভালোই করে দিয়েছেন রবিউল। যার ধারাবাহিকতা রেখেছেন আল আমিন শফিউলও। ব্লাকউডকে আউট করেছেন আল আমিন ব্রাভোর কিছুক্ষণ পরই। দলীয় ৯৭.৫ ওভারে ব্রাভো আউট হলেও রিভিউ চান। কিন্তু কাজ হয়নি। আর আল আমিনের বলে ব্লাকউড ক্যাচ দেন স্লিপে, যা অনায়াসে লুফে নেন এনামুল বিজয়। আমিনের অফ স্ট্যাম্পের বাইরে রাখা বল রক্ষণাত্মক খেলতে গিয়ে ক্যাচ দেন। ৮ রান করেছিলেন তিনি। তবে ক্রিজের অপর প্রান্তে ঠিকই দাঁড়িয়ে ছিলেন চন্দরপল। যার সাথে এসে জুটি বাঁধেন অধিনায়ক দিনেশ রামাদিন। কিন্তু রামাদিন দাঁড়াতে পারেননি। আল আমিনের পরের বলেই আউট ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এতে বিপাকে পড়ে যায় ক্যারিবীয়রা। দলের রান তখন ২৬৮/৬। এরপর কেমার রোচ এসে চন্দরপলের সাথে জুটি বাঁধলেও কাজ হয়নি। এবার তিনি শিকারে পরিণত হন শফিউলের। পরে টেইলর ও সুলেমান বেনের মারমুখী ব্যাটিংয়ে ওই পর্যায়ে চলে যায় ক্যারিবীয় ইনিংস। টেইলর ৪০ ও বেন করেন ২৫ রান। বাংলাদেশী বোলারদের মধ্যে আল আমিন তিনটি। এ ছাড়া শফিউল, রবিউল, তাইজুল নেন দু’টি করে উইকেট। এরপর ৩৮১ রানের লক্ষ্যে প্রথম ইনিংস খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩.৩ ওভারে শামসুর রহমানের উইকেট হারিয়ে ২৫ করেছে বাংলাদেশ। তামিম ২৩ ও বিজয় ১ রান নিয়ে ব্যাটিং করছিলেন। স্কোরকার্ড টস : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসরানবল৪৬ ক্রেইগ ব্রেটওয়েট ক তাইজুল ব শফিঊল৬৩১৫০৫০ জনসন এলবি তাইজুল৬৬১৬২৫১ অ্য্ােডাওয়ার্ডস ক শামসুর ব মাহমুদুল্লাহ১৬৫২২০ ডারেন ব্র্যাভো ক মুশফিক ব রবিউল৪৬১৪৩৪২ চন্দরপল অপরাজিত৮৪১৯৮৮০ ব্ল্যাকউড ক এনামুল ব আল-আমিন৮৯২০ রামাদিন ক মুশফিক ব আল-আমিন০১০০ রোচ ক মুশফিক ব শফিউল০১০০ টেইলর ক মাহমুদুল্লাহ ব তাইজুল৪০৩২৫২ বেন ক সাইফুল ব আল আমিন২৫১৯৩১ গাবরিয়েল ব রবিউল৪৩১০ অতিরিক্ত২৮ মোট (১২৪ ওভার) অল আউট৩৮০ উইকেট পতন : ১৪৩/১ (ব্রেটওয়েট), ২/১৪৫ (জনসন), ১৮৫/৩ (অ্যাডওয়ার্ডস), ৪২৫১, (ব্রাভো), ৫/২৬৮ (ব্লাকউড), ৬/২৬৮ (রামাদিন), ৭/২৬৯ (রোচ), ৮/৩৩২ (টেইলর), ৯/৩৭৫ (বেন), ১০/৩৮০ (গাবরিয়েল)। বোলিং : আল আমিন ৩১-৬-৮০-৩, শফিউল ২৭-৭--৮০-২, রবিউল ২৬-৭-৬৩-২, তাইজুল ২২-৪-৮৯-২, মাহামুদুল্লাহ ১৬-২-৪৯-০, নাসির ২-০-৭-০। বাংলাদেশ প্রথম ইনিংস : তামিম ইকবাল ব্যাটিং২৩৪৫২০ শামসুর রহমান ক রামাদিন ব রোচ১১২০০ এনামুল বিজয় ব্যাটিং১১৪০০ অতিরিক্ত১ বাংলাদেশ (১৩.৩ ওভার) মোট২৫ (শেষ খবর পাওয়া পর্যন্ত)
No comments:
Post a Comment