Wednesday, November 5, 2014

আল আকসায় ইসরাইলি কট্টরপন্থী এমপি:নয়াদিগন্ত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান উপো করে জেরুসালেমের পবিত্র আল আকসা মসজিদ পরিদর্শন করেছে দেশটির এক কট্টরপন্থী এমপি। অমুসলিমদের জন্য রোববার মসিজদটি খুলে দেয়ার পর লিকুদ পার্টির পার্লামেন্ট সদস্য মোশে ফেইগলিন সেখানে প্রবেশ করেন। মসজিদটিতে তিনি ঘণ্টাখানেক সময় কাটান। আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন তিনি। এ অর্থোডক্স ইহুদিকে মসজিদে প্রবেশ করতে দেখে উপস
্থিত মুসলিমরা উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করতে থাকেন। এ সময় ইসরাইলি সশস্ত্র পুলিশ সদস্যরা ফেইগলিনকে ঘিরে রাখে।  ফেইগলিন এ সময় আবারো মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করতে দেয়ার বিষয়টি তুলে ধরেন। গত বুধবার আমেরিকান-ইসরাইলি আইনজীবী ও ইহুদি ধর্মপ্রচারক ইয়াহুদা গ্লিককে গুলির ঘটনার পর থেকে পূর্ব জেরুসালেমে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পরদিন বৃহস্পতিবার ইসরাইলি সেনারা সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে হত্যা করে ও মুসলিমদের তৃতীয় পবিত্রতম আল আকসা মসজিদ বন্ধ করে দেয়। অব্যাহত আন্দোলনের মুখে শুক্রবার মসজিদটি খুলে দেয়া হলেও ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী পুরুষ ও নারীদের সেখানে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়। এ ঘটনার পর উভয় পকে শান্ত থাকার আহ্বান জানান ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সাথে ‘উগ্রপন্থী’ মুসলিমরা মসজিদটিকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এ দিকে ইসরাইলি আচরণ সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লিগ। জেরুসালেম নিয়ে এ ধরনের আচরণ অব্যাহত রাখলে ইসরাইলকে চরম মূল্য দিতে হবে বলেও সংস্থাটির প থেকে উল্লেখ করা হয়েছে। পবিত্র মসজিদ ও স্থান নিয়ে ইসরাইলের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ।

No comments:

Post a Comment