Saturday, January 17, 2015

১৩ গাড়িতে আগুন:কালের কন্ঠ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১১তম দিন গতকাল শুক্রবার কয়েক স্থানে গাড়িতে আগুন-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীসহ চার জেলায় ১৩টি গ
াড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় অগ্নিদগ্ধসহ সাতজন আহত হয়েছে। নাশকতা সৃষ্টির অভিযোগে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সাত জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রংপুর জেলায় আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। এ ছাড়া আগামীকাল রবিবার কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে বাসের ভেতর অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক অফিস থেকে পাঠানো খবর : ঢাকার চিত্র : লাগাতার অবরোধের ১১তম দিনে গতকাল রাজধানীর পরিস্থিতি ছিল স্বাভাবিক। তবে সন্ধ্যায় রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ও কাকরাইলে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বাদল (৩৫) নামের এক রিকশাচালক সামান্য আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাকরাইল মোড়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় মেহেদি হাসান (২৪) নামের একজন আহত হন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পান্থপথ সিগন্যালের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুরা এলাকার সাদিয়া গার্মেন্টের সামনে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। রামপুরা থানার ওসি মাহবুবুল আলম তরফদার বলেন, সিএনজি অটোরিকশাটি সামান্য পুড়েছে। রাত পৌনে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শহীদ তাজউদ্দীন সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ২ নম্বর রোডে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আসিয়ান পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই সময় গুলিস্তানে বঙ্গভবনের পশ্চিম পাশে পার্কের সামনে একটি লেগুনা পুড়িয়ে দেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাঙ্কের বিপরীত পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত হয়। এদিকে গত রাত ৮টার পরপরই ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আমিনুর নামে এক রিকশাচালক সামান্য আহত হন। রাত সোয়া ৮টার দিকে মিরপুর গোলচত্বর এলাকায় পুলিশের গাড়ির পাশে চারটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কয়েক জেলায় গাড়িতে আগুন-ভাঙচুর : লক্ষ্মীপুরে পুলিশ পাহারায় পণ্যবাহী ট্রাকের বহরে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃর্ত্তরা। এতে ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জকসিন এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুরে ঘোষেরহাট এলাকায় গতকাল সকালে দুটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি বাজার এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় গাছের গুঁড়ি ফেলে নাশকতার চেষ্টা করে অবরোধকারীরা। বরিশালে গতকাল গাড়িতে অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। রাজশাহীর তানোরের মণ্ডুমালার বুড়াবুড়িতলা এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বোমাটি বাসের কাচ ভেঙে ভেতরে ঢুকে নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পায় অর্ধশত যাত্রী। কালিয়াকৈরে শ্রমিক নিহতের ঘটনায় মামলা : গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতর অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক নিহতের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির কয়েকজন সদস্যসহ ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির আরেক সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র এবং কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ আহাম্মেদসহ ৩৪ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার এসআই মজিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শ্রমিক লীগ। আটক : টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সৈয়দপুরে গোপন বৈঠককালে জামায়াতের ১৯ নেতা-কর্র্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজার সদরসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জে শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধার সাত উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশালে গৌরনদীর খাঞ্জাপুর থেকে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমানের ছেলে ছাত্রদলের কর্মী মো. শাওন আকন, যুবদলের কর্মী মো. লিটন শেখ ও গতকাল সকালে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের নেতা হুমায়ন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরতাল : খালেদা জিয়াকে 'অবরুদ্ধ' করে রাখার প্রতিবাদে এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে রংপুর জেলায় আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতালে ডেকেছে ২০ দলীয় জোট। কুমিল্লায় বৃহস্পতিবার হরতাল চলাকালে নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। গতকাল বিকেলে এক সমাবেশ থেকে এ হরতাল ঘোষণা করা হয়।    

No comments:

Post a Comment