অবরোধের ১৫তম দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনির আখড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। ধানমন্ডিতে একটি বেসরকারি টেলিভিশনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে দিনদুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবরোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গতকালও রাজধানীজুড়ে ব্যাপক অভিযান চালায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বা
হিনীর সদস্যরা। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। কোনো কোনো এলাকায় পুলিশ ফুটপাথসহ মার্কেট-বিপণিবিতানের দোকানপাট ও বেসরকারি অফিস-সংস্থা বন্ধ করে দেয়। অবরোধে গতকাল বেশির ভাগ দূর পাল্লার বাস বন্ধ ছিল। পুলিশ পাহারায় দু-চারটি বাস-ট্রাক ছেড়ে গেলেও তা ছিল প্রয়োজনের চেয়ে খুবই কম। তাতে যাত্রীও ছিল কম। লঞ্চ চলাচল করলেও তাতে যাত্রী ছিল কম। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কার্যালয়ে আগুন যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, শনির আখড়া ব্রিজের গোড়ায় সংগঠনটির কার্যালয়ে গতকাল সকাল পৌনে ৯টায় কে বা কারা আগুন দেয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। আগুনে তেমন তি হয়নি বলে জানায় পুলিশ। ধানমন্ডিতে টেলিভিশন চ্যানেলের গাড়িতে আগুন ধানমন্ডি এলাকায় বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুপুরে কে বা কারা পেট্রলবোমা ছুড়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বংশালে ককটেল বিস্ফোরণ রাজধানীর বংশালে গতকাল বিকেলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার পরই সেখানে বিপুল পুলিশ পৌঁছে তল্লাশি চালায়। তবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জামায়াতের অবরোধ রাজধানীতে অবরোধের সমর্থনে ঢাকা মহানগর জামায়াত মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে। ধানমন্ডিতে একটি মিছিল সিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে সমাবেশে করে। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এম দেলোয়ার হোসেন, শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সেক্রেটারি শাহ মাহফুজুর রহমান, ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দীন, সেক্রেটারি মতিউর রহমান, হাজারীবাগ থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবদুল বারী আকন্দ, মোহাম্মদপুর থানা সেক্রেটারি ডা: শফিউর রহমান, ধানমন্ডি সেক্রেটারি মোহাম্মদ আলী, কলাবাগান সেক্রেটারি শাহেদ আলম, নিউমার্কেট সেক্রেটারি হাফেজ মাওলানা হাবিবুর রহমান জাকারিয়া ও ছাত্রনেতা জোবায়ের। শ্যামপুর ও কদমতলী থানার উদ্যোগে একটি মিছিল জুরাইন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা নেসার উদ্দিন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা মহীউদ্দীন, আবুল কাসেম ভূঁইয়া, কামরুল হাসান, আমিনুল ইসলাম, মুজিবুর রহমান ও শরীফুল ইসলাম। সকাল ৭টায় পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে জামায়াত পল্টন থানা। মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী মজলিসে শূরার সদস্য আমিনুর রহমান। সকাল ৭টায় ফার্মগেট হলিক্রস স্কুলের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে তেজগাঁও থানা জামায়াত। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা মোহাম্মদ রুবেল, শিবির নেতা মোহাম্মদ আলী ও সাঈদুর রহমান। সকাল সাড়ে ৭টায় পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কোতোয়ালি থানা জামায়াত। মিছিলটি নয়াবাজার থেকে শুরু হয়ে ইসলামপুর গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা আবু আবদুল্লাহ, মতিউর রহমান, একে গিয়াসউদ্দিন, আহাদুজ্জামান, শিবির নেতা সাকিব ও দেলোয়ার হোসেন। সন্ধ্যা ৬টায় বংশাল মুকিমবাজার রোডে মিছিল ও সড়ক অবরোধ করে বংশাল থানা জামায়াত। থানা আমির এম আলমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবদুল্লাহ, জসিমউদ্দিন, আবদুল হামিদ ও রফিকুল ইসলাম। সন্ধ্যা ৬টায় চলমান অবরোধের সমর্থনে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে মিছিল ও সড়ক অবরোধ করে কাফরুল থানা জামায়াত। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা আবদুল আহাদ। রাজধানীতে ককটেলে আহত ২ রাজধানীতে গতরাতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আবদুল মান্নান (৪৫) ও বংশালের সিদ্দিকবাজারে ককটেল বিস্ফোরণে হেলাল উদ্দিন (২৮) আহত হন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, সাড়ে ৭টায় বংশালের সিদ্দিকবাজার মোড়ে রাস্তায় কে বা কারা পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। এতে পথচারী জুতা ব্যবসায়ী হেলাল উদ্দিন আহত হন। তার ডান পায়ে ককটেলের স্পিøন্টার বিদ্ধ হয়েছে। অপর দিকে পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে রিকশাচালক মান্নান আহত হন। তার বাম হাতে স্পিøন্টার বিদ্ধ হয়েছে। এর আগে দুপুরে বংশাল মোড় থেকে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বংশাল মোড়ের কাছে দুটি ভবনের মাঝে একটি পলিথিনের ব্যাগে ককটেলগুলো রাখা ছিল। এক টোকাই কাগজ কুড়াতে গিয়ে সেগুলো দেখতে পায়। বিচারপতি সাইফুর রহমানের বাসায় ককটেল হামলা রাজধানীর ধানমন্ডিতে বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের বাসায় ককটেল হামলা হয়েছে। গত রাত ১০টার দিকে তার ধানমন্ডির ৭/এ রোডের ৯/বি বাসায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, কে বা কারা তার বাসার সামনে কয়েকটি ককটেল নিপে করে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ককটেল হামলার পর ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। এর আগেও গত ৮ জানুয়ারি সন্ধ্যায় তার বাসায় ককটেল হামলা হয়। সচিবালয় গেটে ককটেল বিস্ফোরণ আবদুল গনি রোডে সচিবালয় গেটের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সূত্র জানায়, রাত পৌনে ৯টায় মোটরসাইকেলে আসা কয়েকজন সচিবালয়ের ১ নম্বর গেটের কাছে তিনটি ককটেল ছুড়ে মাড়ে। সেগুলো বিস্ফোরিত হয়। এ ঘটনার পর সেখানে পুলিশ এসে তল্লাশি চালায়। অপর দিকে সন্ধ্যা ৭টায় গুলিস্তানে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ছাড়া সাড়ে ৭টায় টিকাটুলি মোড়ে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করা হয়। সেটিও ফায়ার সার্ভিস পৌঁছার আগে লোকজন আগুন নিভিয়ে ফেলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ৮টায় মহাখালী রেলক্রসিংয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরিত হয়।
No comments:
Post a Comment