Monday, May 25, 2015

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস ধর্মঘট, উত্তরে স্থগিত:কালের কন্ঠ

রাজধানীর পান্থপথের বাসিন্দা সজীব আলমের একমাত্র মেয়ে সেঁজুতি আলম তার মা শানু আলমকে নিয়ে ছুটি কাটাতে মাগুরায় নানার বাড়িতে গিয়েছিল ১০-১২ দিন আগে। গত শুক্রবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। গতকাল রবিবার থেকে স্কুলে ক্লাস শুরু হয়েছে সেঁজুতির। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় মাগুরা থেকে তারা নির্দিষ্ট দিনে ফিরতে পারেনি। স্কুলে মেয়ের উপস্থিতি দ্রুত নিশ্চিত করতে গতকাল ছয় হাজার টাকায় প্রাইভেট কার ভাড়া করতে হয় সজীব
আলমকে। অথচ মাগুরা থেকে ঢাকা আসতে বাসে ভাড়া লাগত ৪৫০ টাকা। গতকাল মাগুরা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় মা-মেয়ে ঢাকায় ফেরে। রাজধানীর সঙ্গে দক্ষিণ ও পশ্চিমের ২১ জেলার বাস ধর্মঘট চলছে গত ১৯ মে থেকে। এ কারণে বহুগুণ ভাড়া দিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে জরুরি প্রয়োজনে চলাচল করছে অনেক যাত্রী। অতিরিক্ত অর্থ ও ভেঙে ভেঙে গাড়ি বদল করে চলাচল করতে হচ্ছে তাদের। এদিকে আজ সোমবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ধর্মঘটের ঘোষণা দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সরকারপক্ষের সঙ্গে ফেডারেশনের নেতাদের বৈঠকে কী সিদ্ধান্ত হয় তা দেখার জন্য উত্তরাঞ্চলে ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বাস ধর্মঘটের কারণে খুলনা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার যাত্রীরা ভিড় করছে পাশের রেলস্টেশনগুলোতে। রেলস্টেশনে যাত্রীর ভিড় বেড়েছে অন্যান্য সময়ের চেয়ে চার গুণ। গাদাগাদি করে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় রেলপথ মন্ত্রণালয় বিশেষ ট্রেনের ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছে। গতকাল এ নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, বাড়তি যাত্রী চলাচলের কারণে স্টেশনে স্টেশনে থামতে হচ্ছে ট্রেনগুলোকে। এ কারণে গন্তব্যে পৌঁছতে সময়ও লাগছে দ্বিগুণ। ভেঙে পড়েছে পশ্চিমাঞ্চল রেলের সময়সূচি। খুলনা থেকে যশোর হয়ে ঢাকায় প্রতিদিন চলাচল করে সুন্দরবন ও চিত্রা নামে দুটি ট্রেন। ঢাকা ও খুলনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, এ দুটি রুটে এখন ট্রেনে চার গুণ যাত্রী চলাচল করছে। গতকাল রাত ৯টার সুন্দরবন এক্সপ্রেসে যশোরের জন্য আসন বরাদ্দ ছিল শোভন ১০৪টি, শোভন চেয়ার ৭০টি, বার্থ চারটি, এসি বার্থ দুটি এবং এসি চেয়ার ১৪টি। এই ১৯৪টি আসনের বিপরীতে যশোরেই চাহিদা ছিল সাড়ে তিন হাজার। যশোর যাওয়ার জন্য টিকিট কিনতে গতকাল কমলাপুর রেলস্টেশনে যান নজির হোসেন বকুল। তিনি জানান, কাউন্টারে টিকিট নেই। তাই যাত্রা বাতিল করেছেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সূত্রে জানা গেছে, পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি আদায়ে এই ধর্মঘট চলছে। এসব দাবি নিয়ে আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপক্ষের সঙ্গে ফেডারেশনের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে কী সিদ্ধান্ত হয় তার ওপর নির্ভর করছে পরিবহন ধর্মঘট থাকবে, না আরো দীর্ঘায়িত ও বিস্তৃত হবে। জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী কালের কণ্ঠকে বলেন, সরকারের সঙ্গে সমঝোতা হলে ধর্মঘট আর বাড়বে না। বৈঠকের পর বলা যাবে কী হচ্ছে। গতকাল রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ ও পশ্চিমের বাস চলাচল বন্ধ ছিল। সকালে গাবতলী টার্মিনালে বাসের জন্য অপেক্ষারত শাহেদুর রেজা কালের কণ্ঠকে বলেন, ‘দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছি। টিকিট বিক্রি হচ্ছে না।’ ফরিদপুরের মধুখালীতে গত ১৮ মে রাতে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, ডাকাতির সঙ্গে ওই বাসের চালক ও কর্মীরা জড়িত। ঘটনার পর যাত্রীরা থানায় গিয়ে পুলিশকে জানাতে বললেও চালক ও কর্মীরা রাজি হয়নি। একপর্যায়ে মধুখালী থানার কাছে বাস থামাতে বাধ্য করে যাত্রীরা। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসটি নিয়ে যায়। অন্যদিকে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, ওই ঘটনায় বাসের চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে মধুখালী থানায় হাজির হয়ে পুলিশকে মামলা নিতে বলেন। পুলিশ মামলা না নিয়ে উল্টো চালকসহ তিন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে। আয়নাল ছাড়াও গ্রেপ্তার করা হয় চালকের সহকারী অপু ও কাউন্টারকর্মী রবিউলকে। এর প্রতিবাদে এ ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, মধুখালীতে গ্রেপ্তার করা পরিবহন শ্রমিকদের মুক্তিদান, মধুখালী থানার ওসি ও ফরিদপুরের পুলিশ সুপারের অপসারণ এবং ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত-এই তিনটি দাবি মেনে নিতে হবে। দাবি আদায় না হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ রুটে বাস ধর্মঘট চলছে। হানিফ বললেন, অন্যায় ধর্মঘট প্রশ্রয় দেওয়া হবে না : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ফরিদপুরে বাসে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ ও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেপ্তার করা হয়েছে। এর পরও যাত্রীদের জিম্মি করে ধর্মঘট ডাকা অযৌক্তিক। এ ধরনের অন্যায় ধর্মঘট প্রশ্রয় দেওয়া হবে না। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ চত্বরে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। ধর্মঘট প্রত্যাহারের দাবিতে মধুখালীতে মানববন্ধন : ফরিদপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে জেলার মধুখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মধুখালী নাগরিক সমাজ। অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে মধুখালী দিয়ে সোহাগ পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ অংশ নেয়। ওই সময় বক্তব্য দেন নাগরিক সমাজের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মনোজ সাহা, উপজেলা সিপিবির সভাপতি আব্দুল মালেক সিকদার, প্রেসক্লাবের সভাপতি এ কে এম ইলিয়াস সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে শুধু সোহাগ পরিবহনেই বারবার ডাকাতির ঘটনা ঘটে। এটি রহস্যজনক।

No comments:

Post a Comment