Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, July 6, 2014
কুমিল্লায় ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত:কালের কন্ঠ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল কুমিল্লা বার্ডে (বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট) অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান সম্মেলনে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও রিটেইল ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান রফি আহমদ বেগ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অ্যাসেটস ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো: শামসুজ্জামান, ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, নোয়াখালী জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জোনপ্রধান মোহাম্মদ জালাল উদ্দিন আকবর ও সিলেট জোনপ্রধান মো: ওমর ফারুক খান ও তিনটি জোনের ৬০টি শাখার ব্যবস্থাপকসহ ১৫০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির বক্তৃতায় বলেন, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী অঞ্চল থেকে আহৃত আমানতের ক্ষুদ্র অংশ এ অঞ্চলে বিনিয়োগ হয়ে থাকে। তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ অঞ্চলে নতুন বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে আহৃত আমানতের সিংহভাগ এসব অঞ্চলে বিনিয়োগ করতে হবে। গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন ও তাদের আন্তরিক সেবা প্রদানের জন্য তিনি ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যাংকের কর্মীদের জ্ঞান, মেধা ও যোগ্যতা আরো বৃদ্ধির মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইসলামী ব্যাংকিংয়ের নিয়মকানুন পরিপালনের পাশাপাশি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সব নির্দেশনা শতভাগ পরিপালনের জন্য ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment