Sunday, July 6, 2014

রাজধানীতে চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই:কালের কন্ঠ

গতকাল রাজধানীর আব্দুল্লাহপুরে চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী আবুল হোসেনের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুবর্ৃৃত্তরা। ব্যবসায়ীর চিৎকারে কবির নামে (৫৫) এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে দোকানে ঈদের কাপড় ও ফেব্রিক্স মালামাল ক্রয়ের জন্য গাজীপুর থেকে ঢাকা পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি বলেন, গাড়িটি আব্দুল্লাহপুর আসার পর আটক কবির বমির ভাব দেখিয়ে আমার ওপর পড়ে। এ সময় কবির আমার পেটে ধারালো অস্ত্র ঠেকিয়ে আরো দু-তিনজন মিলে পকেটে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। টাকা নিয়ে যাওয়ার সময় আমি চিৎকার দেই। আমার চিৎকারে আশপাশের লোকজন কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় অন্য ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।

No comments:

Post a Comment