ফৌজদারহাটে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ওয়াগন লাইনচ্যুত হয়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার দুপুরে একটি লাইন দিয়ে চট্টগ্রামের সাথে সারা দেশের রেলযোগাযোগ চালু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয় বলে রেলসূত্র জানিয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে দু’টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরো বেশ কয়েকটি ট্রেন। দুর্ঘটনার কার
ণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনচালক ও তার সহকারীকে। দীর্ঘসময় ধরে যাত্রাপথে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের স্বীকার হতে হয়েছে। তবে নিয়োগ পরীায় অংশ নিতে যাওয়া অনেক যাত্রীর উদ্বেগের অবসান হয়েছে। চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার মো: আবুল কালাম আজাদ জানান, ট্রেনের ইঞ্জিনসহ তেলবাহী পাঁচটি ট্যাংকার উল্টে পাশাপাশি দু’টি লাইন আটকে গেলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হলেও তেলের ট্যাংকার সরিয়ে একপাশের লাইন চালু করতে বেলা দেড়টা বেজে যায়। দেড়টার দিকে ফৌজদারহাটে আটকে পড়া সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। একই সময়ে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে রেলসূত্র জানায়। সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর প্রভাতী এবং চাঁদপুরগামী কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেল কর্তৃপ। এ দু’টি ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে বলে সূত্র জানায়। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের যাত্রা বিলম্বিত হয়। এ ছাড়া পথিমধ্যে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তূর্ণা নিশীথা, চিটাগাং মেইল, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও মহানগর গোধূলী। ঘোড়াশালে কনটেইনার ট্রেন লাইনচ্যুত এ দিকে নরসিংদী সংবাদদাতা জানান, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঘোড়াশাল-জিনারদী রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জ প্রভৃতি লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে ভৈরবে কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টার মাথায় এটি দ্বিতীয় রেল দুর্ঘটনা। পরপর দুই দিনের ট্রেন দুর্ঘটনা পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচলে ব্যাপক অস্বাভাবিক অবস্থা দেখা দিয়েছে। জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৪ আপ কনটেইনার ট্রেনটি কমলাপুর থেকে বিরতিহীনভাবে ঘোড়াশাল স্টেশন অতিক্রম করে বড়িবাড়ী এলাকায় পৌঁছার পর হঠাৎ ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় লাইচ্যুত বগির চাকার তীব্র ঘর্ষণে কয়েকশত স্লিপার ভেঙে উপড়ে যায়। তিগ্রস্ত হয় রেল লাইনের বিশাল অংশ। এ সময় চাকার ঘর্ষণে লাইনের পাথর ছিটকে পড়তে থাকলে আশপাশের লোকজনের দৃষ্টিগোচর হয়। লোকজন ট্রেন থামাবার জন্য চিৎকার করতে থাকলে চালক তৎক্ষণিক ট্রেনটি থামিয়ে দিলে ভয়াবহ তির হাত থেকে রা পায় ট্রেনটি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেনি। পরপর দুই দিনের দুর্ঘটনার কারণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের বিভিন্ন রুটে ট্রেন চলাচলে ব্যাপক অনিয়মের সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment