Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, July 6, 2014
সৌদি-ইয়েমেন সীমান্তে নিহত ৬:কালের কন্ঠ
সৌদি আরব-ইয়েমেন সীমান্তের একটি ক্রসিংয়ে এক আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সৌদি সীমান্তের বাদিয়া সীমান্ত চৌকির কমান্ডারকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে তিন হামলাকারী নিহত হয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে। অপর দিকে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, বাদিয়া সীমান্তের ইয়েমেনি এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সীমান্ত ক্রসিংয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে আত্মঘাতী নিজে ও এক সেনা নিহত হন এবং অপর একজন আহত হন। হামলার পর ইয়েমেনি নিরাপত্তা বাহিনী মরুভূমির ভেতর দিয়ে দু’টি গাড়িতে করে পলায়নরত জঙ্গিদের ধাওয়া করে বলে সামরিক বাহিনীর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সাবা। এক ইয়েমেনি কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনি সীমান্ত চৌকিতে হামলার পর ধাওয়ার মুখে বন্দুকধারী জঙ্গিরা সৌদি আরবে পালিয়ে যায়। হামলাকারীদের আলকায়েদার জঙ্গি বলে বর্ণনা করেন তিনি। তবে সৌদি সীমান্ত চৌকিতে হামলায় জন্য কাদের সন্দেহ করা হচ্ছে সে সম্পর্কে কিছু বলেনি দেশটির বার্তা সংস্থা। এসপিএ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হামলাকারী বন্দুকধারীদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে এবং অপর একজন বা দুইজন হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। তারা আশপাশে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের বার্তা সংস্থা ও কর্মকর্তাদের মন্তব্যে সীমান্তে দুই পাশে চালানো দু’টি হামলা একই গোষ্ঠী চালিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment