Sunday, July 6, 2014

জার্মানিতে গুপ্তচর গ্রেফতারের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব:কালের কন্ঠ

গুপ্তচরবৃত্তির সন্দেহে এক জার্মানকে আটকের পর বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মান কর্তৃপ। ঘটনাটি দ্রুত নিশ্চিত করতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মান কর্মকর্তারা ওই গ্রেফতারের খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। জার্মানির গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে গ্রেফতার ব্যক্তিটি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ বা বিএনডির ৩১ বছর বয়সী একজন কর্মী। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের একজন মুখপাত্র স্টিফেন শুবার্ট জানিয়েছেন, ওই গ্রেফতারের বিষয়ে চ্যান্সেলরকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, স্পষ্টতই বিষয়টি অত্যন্ত গুরুতর। জার্মানিতে বিদেশী গোয়েন্দা সংস্থার তৎপরতা তদন্তবিষয়ক সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান ক্রিস্টিয়ান ফিশেক বলেছেন, ‘এই ঘটনা বিশ্বাসের মাত্রা শূন্যের পর্যায়ে নামিয়ে আনবে এবং রাজনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে।’  দেশটির দের স্পেগেল সংবাদ সাময়িকী বলেছে, অর্থের বিনিময়ে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে গোপন নথি হস্তান্তর করত বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের পে গোয়েন্দাগিরিতে নেমেছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জার্মান রাজনীতিবিদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিশ্বব্যাপী গোপন নজরদারি পরিকল্পনার আওতায় জার্মান চ্যান্সেলর মার্কেলের ফোন ও ইমেইলে আড়ি পাতা হচ্ছে বলে গত বছর তথ্য ফাঁস হওয়ার পর দেশ দু’টির উষ্ণ সম্পর্কে ঠাণ্ডা স্রোত সৃষ্টি হয়। এনএসএর সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ওই গোয়েন্দা নজরদারির বিশাল ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বিষয়ে সতর্ক হয়ে ওঠে জার্মানি। মিত্র দেশের ওপর যুক্তরাষ্ট্রে গোয়েন্দাগিরির নতুন অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র-জার্মানির সহযোগিতার সম্পর্ক তিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার তৎপরতার মার্কিন বিরোধিতা বিষয়ে জার্মানির সহযোগিতা পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়তে পারে।

No comments:

Post a Comment