Thursday, August 21, 2014

স্বর্ণের দোকানে গুলি করে ১৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট : গুলিবিদ্ধ ২:নয়াদিগন্ত

রাজধানীর পুরান ঢাকায় একটি স্বর্ণের দোকানে এলোপাতাড়ি গুলি করে নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকান মালিক হাজী খোরশেদ আলম (৫৬) ও পথচারী ব্যবসায়ী জুয়েল শেখ (২৮) আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁতীবাজার ২৮ নম্বর কোতোয়ালি রোডের ঝুলন বাড়ির খোরশেদ বলিয়ান স্টোরে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থ
েকে রাজধানীর বৃহত্তম স্বর্ণ মার্কেট তাঁতীবাজারে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিরাজ করছে আতঙ্কও। ঘটনার পরপরই ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেন। তবে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।  প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচ-ছয় জন সন্ত্রাসী খোরশেদ বলিয়ান স্টোরে হামলা চালায়। এ সময় খোরশেদ আলম বিক্রির টাকা হিসাব করছিলেন। সন্ত্রাসীদের দেখে খোরশেদ চিৎকার শুরু করেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে ক্যাশের টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ গুলিবিদ্ধ হন। এ ছাড়া সন্ত্রাসীরা দোকান লুট করে পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায়। এতে পথচারী ইসলামপুরের কাপড় ব্যবসায়ী জুয়েল শেখ আহত হন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  ঢাকা মেডিক্যাল সূত্রে জানা গেছে, খোরশেদের ডান পায়ের ঊরুতে এবং জুয়েলের পেটে গুলি লাগে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের শরীরে অস্ত্রোপচার চলছিল।  হাজী খোরশেদ আলমের ছোট ছেলে সোহেল জানান, তাদের দোকানটি স্বর্ণের শোরুম ও কারখানা। এখানে বিভিন্ন গয়না তৈরি করা হতো। তিনি দাবি করেছেন, সন্ত্রাসীরা নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ছাড়া দোকানে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। তবে কী পরিমাণ স্বর্ণ লুট করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।  তবে কোতোয়ালি থানার ওসি ফিরোজ আলম জালাল জানান, দুর্বৃত্তরা দোকানে হামলা চালালে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকাগুলি চালালে একজনের পায়ে গুলিবিদ্ধ হয়। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রথম দিকে শুনছিলাম পাঁচ-ছয় লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। কিন্তু পরে জানা গেছে কোনো টাকা লুট হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।  ছিনতাইকারী ও দুর্বৃত্তের ছুরিকাঘাতে দু’জন আহত এদিকে রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। অপর দিকে শাহজাহানপুর রেল কলোনিতে প্রতিবেশীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুর্বৃত্তের চাপাতির আঘাতে আহত হয়েছেন রাকিব হোসেন (১৮) নামে এক কলেজছাত্র। তাদের দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সাব্বির একটি রিকশায় কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগে নিজেদের প্লাস্টিক কারখান্ াথেকে পূর্ব মোমিনবাগের বাসায় ফিরছিলেন। বেলা ৩টার দিকে বড়গ্রাম মসজিদের কাছে পৌঁছলে তিন-চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা সাব্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। সাব্বিরের হাতে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  অপর দিকে রাকিব হোসেনের ভাই আবদুল কাদের জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি মেয়েকে উত্ত্যক্ত করেছিল স্থানীয় বখাটেরা। রাকিব তার প্রতিবাদ করেছিলেন, যার কারণে গতকাল বিকেল ৫টার দিকে রেল কলোনির ১৫ নম্বর ভবনের সামনে স্থানীয় সন্ত্রাসী জুয়েলসহ চার-পাঁচজন রাকিবকে এলোপাতাড়ি কোপাতে থাকে। রাকিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাকিবের পেটে, ডান পায়ে ও বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের এইচএসসির ছাত্র। তার বাবার নাম জাকির হোসেন। একটি ঘটনায়ও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

No comments:

Post a Comment