ঘিরে ফেলে এবং সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের একটি আখক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার দুপুরে রাজশাহীর চারঘাটে মাদকসংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রবিউলকে পুলিশ পাহারায় আদালতে নিয়ে যাওয়ার সময় হাতকড়া নিয়ে পালিয়ে যান তিনি। পুঠিয়া উপজেলার বানেশ্বরে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এ ঘটনা ঘটে। পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি রবিউল ইসলাম চারঘাট উপজেলার হলিদাগাছী হাটপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেনÑ পুলিশ কনস্টেবল মনির হোসেন, বজলুর রহমান ও এনামুল হক। চারঘাট মডেল থানার ওসি খন্দকার গোলাম মর্ত্তুজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিউল ইসলামসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গত শুক্রবার দুপুরে পুলিশি পাহারায় বাসযোগে আদালতে নেয়া হচ্ছিল। যাত্রীবাহী বাসটি পুঠিয়ার বানেশ্বর বাজারে পৌঁছলে রবিউল ইসলাম বমি করবেন বলে পুলিশকে জানায়। রবিউল বমি করার অজুহাতে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। তাৎণিকভাবে বাসটি থামিয়ে পুলিশও আসামি রবিউলের পিছু নেয়। কিন্তু কিছু দূর ধাওয়া করার পরও তাকে আর গ্রেফতার করা সম্ভব হয়নি। ওসি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মাদক এবং নতুন এ মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, রবিউল ইসলাম ২০১৩ সালের মাদকসংক্রান্ত একটি মামলার পলাতক আসামি। দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে চারঘাট থানা পুলিশ তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, September 14, 2014
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার:নয়াদিগন্ত
ঘিরে ফেলে এবং সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের একটি আখক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার দুপুরে রাজশাহীর চারঘাটে মাদকসংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রবিউলকে পুলিশ পাহারায় আদালতে নিয়ে যাওয়ার সময় হাতকড়া নিয়ে পালিয়ে যান তিনি। পুঠিয়া উপজেলার বানেশ্বরে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এ ঘটনা ঘটে। পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি রবিউল ইসলাম চারঘাট উপজেলার হলিদাগাছী হাটপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তারা হলেনÑ পুলিশ কনস্টেবল মনির হোসেন, বজলুর রহমান ও এনামুল হক। চারঘাট মডেল থানার ওসি খন্দকার গোলাম মর্ত্তুজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিউল ইসলামসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গত শুক্রবার দুপুরে পুলিশি পাহারায় বাসযোগে আদালতে নেয়া হচ্ছিল। যাত্রীবাহী বাসটি পুঠিয়ার বানেশ্বর বাজারে পৌঁছলে রবিউল ইসলাম বমি করবেন বলে পুলিশকে জানায়। রবিউল বমি করার অজুহাতে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। তাৎণিকভাবে বাসটি থামিয়ে পুলিশও আসামি রবিউলের পিছু নেয়। কিন্তু কিছু দূর ধাওয়া করার পরও তাকে আর গ্রেফতার করা সম্ভব হয়নি। ওসি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মাদক এবং নতুন এ মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, রবিউল ইসলাম ২০১৩ সালের মাদকসংক্রান্ত একটি মামলার পলাতক আসামি। দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার রাতে চারঘাট থানা পুলিশ তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment