াফে ফিরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সাংবাদিকদের ‘ধন্যবাদ’ জানান আব্দুর রহমান বদি। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর কারণে এলাকায় আমার জনপ্রিয়তা যাচাই হয়েছে এবং উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পেরেছেন।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে সারা দেশে ব্যাপকভাবে পরিচয় করে দিয়েছেন সাংবাদিকেরা। তাই সাংবাদিকদের প্রতি স্যালুট।’ তার আগমন নিয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া-টেকনাফের অংশের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয় প্রায় ২০০ তোরণ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিলউদ্দিন চৌধুরী এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। আদিলউদ্দিন চৌধুরী জানান, এমপি বদিকে অভ্যর্থনা জানাতে উখিয়ার বিভিন্ন অংশে দলীয়ভাবে প্রায় ১০০টি তোরণ ও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Thursday, November 6, 2014
দুদকের চেয়ারম্যান ও সাংবাদিকদের ‘ধন্যবাদ’ বদির:নয়াদিগন্ত
াফে ফিরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সাংবাদিকদের ‘ধন্যবাদ’ জানান আব্দুর রহমান বদি। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর কারণে এলাকায় আমার জনপ্রিয়তা যাচাই হয়েছে এবং উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পেরেছেন।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে সারা দেশে ব্যাপকভাবে পরিচয় করে দিয়েছেন সাংবাদিকেরা। তাই সাংবাদিকদের প্রতি স্যালুট।’ তার আগমন নিয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া-টেকনাফের অংশের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয় প্রায় ২০০ তোরণ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিলউদ্দিন চৌধুরী এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। আদিলউদ্দিন চৌধুরী জানান, এমপি বদিকে অভ্যর্থনা জানাতে উখিয়ার বিভিন্ন অংশে দলীয়ভাবে প্রায় ১০০টি তোরণ ও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment