কোন কোন বিষয়কে প্রাধান্য দেবে, গত সোমবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এতে বহুল আলোচিত জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস এবং অভিবাসন নেই। এ অবস্থায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে ক্যামেরনের দল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন বিরোধী দল লেবার পার্টি এবং সরকারের অংশীদার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনএইচএস এবং অভিবাসনকে ভোটারদের কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারে। ইতিমধ্যে সমালোচনা উঠেছে যে কয়েক সপ্তাহ ধরে এনএইচএসের দুর্ঘটনা ও জরুরিবিষয়ক সেবা দেওয়ায় যে নৈরাজ্য চলছে, তা নিয়ে কনজারভেটিভ দলের কোনো মাথাব্যথা নেই। সমালোচকদের অভিযোগ, চিকিৎসাসেবাকে তারা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় বলেই প্রচারণার তালিকায় বিষয়টিকে এড়িয়ে গেছে। কনজারভেটিভ দলের নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রাধান্য পাবে বলে ঘোষিত ছয়টি বিষয় হলো বাজেট ঘাটতি মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, করের হার কমানো, শিক্ষার উন্নয়ন, বাসস্থান সংকট মোকাবিলা এবং অবসর গ্রহণকারীদের সেবা নিশ্চিত করা। কনজারভেটিভ দলের একজন মুখপাত্র বলেছেন, আগামী মাসগুলোতে এনএইচএস এবং অভিবাসন বিষয়ে পুরোমাত্রায় বিতর্ক হবে। ওই বিতর্ক থেকে কনজারভেটিভ দলও পিছিয়ে থাকবে না। তবে তারা অর্থনৈতিক অগ্রগতির দিকেই এখন বেশি নজর দিচ্ছে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Wednesday, January 14, 2015
ক্যামেরনের প্রতিশ্রুতিতে অভিবাসন নেই!:প্রথম অালো
কোন কোন বিষয়কে প্রাধান্য দেবে, গত সোমবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এতে বহুল আলোচিত জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস এবং অভিবাসন নেই। এ অবস্থায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে ক্যামেরনের দল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন বিরোধী দল লেবার পার্টি এবং সরকারের অংশীদার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনএইচএস এবং অভিবাসনকে ভোটারদের কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারে। ইতিমধ্যে সমালোচনা উঠেছে যে কয়েক সপ্তাহ ধরে এনএইচএসের দুর্ঘটনা ও জরুরিবিষয়ক সেবা দেওয়ায় যে নৈরাজ্য চলছে, তা নিয়ে কনজারভেটিভ দলের কোনো মাথাব্যথা নেই। সমালোচকদের অভিযোগ, চিকিৎসাসেবাকে তারা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় বলেই প্রচারণার তালিকায় বিষয়টিকে এড়িয়ে গেছে। কনজারভেটিভ দলের নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রাধান্য পাবে বলে ঘোষিত ছয়টি বিষয় হলো বাজেট ঘাটতি মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, করের হার কমানো, শিক্ষার উন্নয়ন, বাসস্থান সংকট মোকাবিলা এবং অবসর গ্রহণকারীদের সেবা নিশ্চিত করা। কনজারভেটিভ দলের একজন মুখপাত্র বলেছেন, আগামী মাসগুলোতে এনএইচএস এবং অভিবাসন বিষয়ে পুরোমাত্রায় বিতর্ক হবে। ওই বিতর্ক থেকে কনজারভেটিভ দলও পিছিয়ে থাকবে না। তবে তারা অর্থনৈতিক অগ্রগতির দিকেই এখন বেশি নজর দিচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment