তানি বৃদ্ধি পাবে। অন্য দিকে, ভারতের সাথে ট্রানজিট চুক্তি না থাকার অসুবিধার কথা তুলে ধরে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপাল ও ভুটানে যায় সেগুলো ভারতের উপর দিয়ে যায়। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তি না থাকায় বাংলাদেশের ট্রাক ভারতে প্রবেশ করতে পারে না। অন্য দিকে নেপাল ও ভুটানের সাথে ভারতের ট্রানজিট চুক্তি থাকায় তাদের পরিবহন বাংলাদেশের সীমান্ত পর্যন্ত আসতে পারে।’ তিনি বলেন, ত্রিপুরা অভিমুখী ভারতের পণ্য বাংলাদেশের আশুগঞ্জ হয়ে ত্রিপুরা পৌঁছায়। বাংলাদেশের ট্রাক ও জাহাজ এসব পণ্য ত্রিপুরা পর্যন্ত পৌঁছে দেয়। বাংলাদেশের সাথে ভারতের ট্রানশিপমেন্ট চুক্তি না থাকায় ভারতের পরিবহনও বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য সার্কের আওতায় একটি খসড়া তৈরি করা হয়েছিল। কিন্তু পাকিস্তান এতে সম্মত না হওয়ায় এটা আর এগোয়নি। এখন যেসব দেশ এতে সম্মতি দিয়েছে সেসব দেশের সাথে প্রয়োজনে দ্বিপক্ষীয় ট্রানজিট চুক্তি করা হবে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে বিভিন্ন বাধা অপসারণ ও বিএসটিআইর সার্টিফিকেট গ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ‘বৈঠকে রাজনৈতিক কোনো বিষয় কিংবা অমিত শাহের ফোনালাপ নিয়ে আলোচনা হয়েছে কি-না’ জানতে চাইলে তোফায়েল আহমেদ ও পঙ্কজ শরণ উভয়ই বলেন, ‘বৈঠকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বাংলাদেশ-ভারত তৃতীয় সীমান্ত হাট চালু হচ্ছে আজ : বাংলাদেশের ছাগল নাইয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগরে তৃতীয় সীমান্ত হাট চালু হচ্ছে আজ মঙ্গলবার। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারাম যৌথভাবে এ হাট উদ্বোধন করবেন। গতকাল ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, স্থানীয় সংসদ সদস্য এবং ত্রিপুরার চিফ মিনিস্টার, শিল্পমন্ত্রী, চিফ সেক্রেটারি ও সংসদ সদস্য, ঢাকার ভারতীয় হাইকমিশনার উপস্থিত থাকবেন। এ বিষয়ে পঙ্কজ শরণ বলেন, ‘বর্ডার হাটগুলো ভালো চলছে। এটি তৃতীয় বর্ডার হাট। চতুর্থ বর্ডার হাটটির কাজ এগিয়ে চলছে।’
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Tuesday, January 13, 2015
ভারতের কাছে ট্রানজিট সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী:নয়াদিগন্ত
তানি বৃদ্ধি পাবে। অন্য দিকে, ভারতের সাথে ট্রানজিট চুক্তি না থাকার অসুবিধার কথা তুলে ধরে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপাল ও ভুটানে যায় সেগুলো ভারতের উপর দিয়ে যায়। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তি না থাকায় বাংলাদেশের ট্রাক ভারতে প্রবেশ করতে পারে না। অন্য দিকে নেপাল ও ভুটানের সাথে ভারতের ট্রানজিট চুক্তি থাকায় তাদের পরিবহন বাংলাদেশের সীমান্ত পর্যন্ত আসতে পারে।’ তিনি বলেন, ত্রিপুরা অভিমুখী ভারতের পণ্য বাংলাদেশের আশুগঞ্জ হয়ে ত্রিপুরা পৌঁছায়। বাংলাদেশের ট্রাক ও জাহাজ এসব পণ্য ত্রিপুরা পর্যন্ত পৌঁছে দেয়। বাংলাদেশের সাথে ভারতের ট্রানশিপমেন্ট চুক্তি না থাকায় ভারতের পরিবহনও বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য সার্কের আওতায় একটি খসড়া তৈরি করা হয়েছিল। কিন্তু পাকিস্তান এতে সম্মত না হওয়ায় এটা আর এগোয়নি। এখন যেসব দেশ এতে সম্মতি দিয়েছে সেসব দেশের সাথে প্রয়োজনে দ্বিপক্ষীয় ট্রানজিট চুক্তি করা হবে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে বিভিন্ন বাধা অপসারণ ও বিএসটিআইর সার্টিফিকেট গ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ‘বৈঠকে রাজনৈতিক কোনো বিষয় কিংবা অমিত শাহের ফোনালাপ নিয়ে আলোচনা হয়েছে কি-না’ জানতে চাইলে তোফায়েল আহমেদ ও পঙ্কজ শরণ উভয়ই বলেন, ‘বৈঠকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বাংলাদেশ-ভারত তৃতীয় সীমান্ত হাট চালু হচ্ছে আজ : বাংলাদেশের ছাগল নাইয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগরে তৃতীয় সীমান্ত হাট চালু হচ্ছে আজ মঙ্গলবার। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারাম যৌথভাবে এ হাট উদ্বোধন করবেন। গতকাল ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, স্থানীয় সংসদ সদস্য এবং ত্রিপুরার চিফ মিনিস্টার, শিল্পমন্ত্রী, চিফ সেক্রেটারি ও সংসদ সদস্য, ঢাকার ভারতীয় হাইকমিশনার উপস্থিত থাকবেন। এ বিষয়ে পঙ্কজ শরণ বলেন, ‘বর্ডার হাটগুলো ভালো চলছে। এটি তৃতীয় বর্ডার হাট। চতুর্থ বর্ডার হাটটির কাজ এগিয়ে চলছে।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment