কর্তৃপক্ষের অভিযোগ, তিনিই তিউনিসিয়ায় বেশির ভাগ সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী। আলজেরিয়া সীমান্তের পাহাড়ি অঞ্চলে সক্রিয় ওকবা ইবনে নাফা সংগঠনের হয়ে তিনি এ কাজ করেছেন। সরকার বলছে, খালেদের নিহত হওয়া ওকবা ইবনে নাফার বিরুদ্ধে এক বিরাট ধাক্কা। বার্দো জাদুঘরে ১৮ মার্চ দিনের বেলায় চালানো জঙ্গি হামলায় ২১ জন বিদেশি পর্যটক ও একজন পুলিশ সদস্য নিহত হন। এদিকে বেশ কয়েক হাজার মানুষ গতকাল রাজধানী তিউনিসে জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া কামেল সাদ বলেন, ‘আমরা যে গণতান্ত্রিক, তা আমরা দেখিয়েছি। তিউনিসিয়ার মানুষ উদার। এখানে সন্ত্রাসবাদীদের কোনো স্থান নেই।’
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Monday, March 30, 2015
তিউনিসীয় জাদুঘরে হামলায় ‘জড়িত’ জঙ্গি নিহত:প্রথম অালো
কর্তৃপক্ষের অভিযোগ, তিনিই তিউনিসিয়ায় বেশির ভাগ সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী। আলজেরিয়া সীমান্তের পাহাড়ি অঞ্চলে সক্রিয় ওকবা ইবনে নাফা সংগঠনের হয়ে তিনি এ কাজ করেছেন। সরকার বলছে, খালেদের নিহত হওয়া ওকবা ইবনে নাফার বিরুদ্ধে এক বিরাট ধাক্কা। বার্দো জাদুঘরে ১৮ মার্চ দিনের বেলায় চালানো জঙ্গি হামলায় ২১ জন বিদেশি পর্যটক ও একজন পুলিশ সদস্য নিহত হন। এদিকে বেশ কয়েক হাজার মানুষ গতকাল রাজধানী তিউনিসে জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া কামেল সাদ বলেন, ‘আমরা যে গণতান্ত্রিক, তা আমরা দেখিয়েছি। তিউনিসিয়ার মানুষ উদার। এখানে সন্ত্রাসবাদীদের কোনো স্থান নেই।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment