Sunday, July 6, 2014

সিরিয়ার ৬৬ লাখ শিশুর জরুরি সহায়তা প্রয়োজন : জাতিসঙ্ঘ:কালের কন্ঠ

গৃহযুদ্ধে তিগ্রস্ত সিরিয়ার ৬৬ লাখ শিশুর জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এক বছরের মধ্যে দেশটিতে যুদ্ধে তিগ্রস্ত সহায়তাপ্রার্থী শিশুর সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে জাতিসঙ্ঘের এই সংস্থা। সহায়তাপ্রার্থী শিশুর সংখ্যা এই হারে বাড়তে থাকলে প্রয়োজনীয় তহবিলের অভাবে শিশুদের জন্য অপরিহার্য অনেক সেবা বন্ধ করে দিতে হবে বলে সতর্ক করেছে ইউনিসেফ। জুন ২০১৩ থেকে এ পর্যন্ত ২০ লাখ নতুন শিশু সহায়তাপ্রার্থীর তালিকায় যুক্ত হয়েছে। সিরিয়ার সহায়তাপ্রার্থী শিশুর সংখ্যা অনেক বেশি এবং দেশটিতে এই ধরনের শিশুর সংখ্যা দ্রুত বেড়েই চলেছে। জেনেভায় সাংবাদিকদের এ কথা বলেছেন ইউনিসেফের মুখপাত্র সিমোন ইনগ্রাম। সিরিয়ার ভেতরে ও প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে বাস করা সব শিশুকে চলতি বছরে সেবা দিতে ৭৭ কোটি মার্কিন ডলার প্রয়োজন হলেও ইউনিসেফের তহবিলে মাত্র ২৮ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার জোগাড় হয়েছে। তহবিল সঙ্কটের বিষয়ে ইনগ্রাম বলেন, ‘তহবিল সঙ্কট একটি প্রধান সমস্যা। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব না হলে আমরা দিয়ে যাচ্ছি এরকম অনেক প্রয়োজনীয় সেবা বন্ধ করে দিতে হবে।’ শরণার্থী শিবিরে যেকোনো রোগ দ্রুত ছড়িয়ে পড়ে বলেও সাবধান করেছেন ইনগ্রাম। এর মধ্যে পোলিওর মতো রোগ বিশেষ উদ্বেগ সৃষ্টি করছে। চলতি বছরে সিরিয়ায় ৩৬ জন পোলিও রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ইরাকে দুইজন পোলিও আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। ইরাক, লেবানন, জর্ডান ও তুরস্কে আশ্রয় নেয়া সিরিয়ার শরণার্থীদের ওই এলাকায় গ্রীষ্ম মওসুম শুরু হলে পানি ও স্যনিটেশন সেবা বন্ধ করে দিতে হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ।

No comments:

Post a Comment