Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, July 6, 2014
গুয়াতেমালায় সাবেক গেরিলা নেতার ৯০ বছরের কারাদণ্ড:কালের কন্ঠ
গুয়াতেমালার একটি আদালত ১৯৬০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধের সময় আদিবাসী কৃষকদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে সাবেক এক বামপন্থী গেরিলা নেতার ৯০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের অপরাধে দেশটিতে এই প্রথম কোনো গেরিলা নেতাকে দণ্ড দেয়া হলো। আল আগুয়াকেট শহরে ২২ জন সরকারপন্থী আদিবাসী কৃষককে হত্যার জন্য ১০ জনের একটি গেরিলা দলকে নির্দেশ দেয়ার অপরাধে ফারমিন সোলানোর বিরুদ্ধে এ কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগ এনে ১৯৮৮ সালের ২২ থেকে ২৫ নভেম্বরের মধ্যে কৃষকদের ওপর এ হত্যাকাণ্ড চালানো হয়। গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে চিমালতেনানগো নগরীর এ আদালতকে সাংবাদিক ও বাদি-বিবাদিদের আত্মীয়স্বজনে ভর্তি হয়ে যায়। বিচারক ওয়াল্টার জামিনেজ তার রায়ে বলেন, ফারমিন সোলানো মানবতার বিরুদ্ধে অপরাধ ও হত্যার জন্য দায়ী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment