Wednesday, July 23, 2014

মক্কায় খালেদা জিয়া : ওমরাহ করবেন আজ:নয়াদিগন্ত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মদীনা থেকে মক্কায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার ওমরাহ পালন করবেন তিনি। সাথে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমানসহ সফরসঙ্গীরা। এর আগে গত তিন দিন মদীনার মসজিদে নববীতে ইবাদ-বন্দীগিতে কাটান খালেদা জিয়া। সোমবার আছর থেকে তারাবীহের নামাজ পর্যন্ত তিনি মসজিদে নববীতে ছিলেন। তারেক রহমানও ইবাদত বন্দীগিতে কাটান সারাদিন। কোরআন তেলাওয়াত ও নফল নামাজ পড়েন তিনি। তা
রেক রহমান স্থানীয় বিএনপি ও যুবদল আয়োজিত ইফতারে অংশ নেন। রাতে তিনি বিএনপির একদল নেতাকর্মীর সাথে মতবিনিময় করেন। এসময় স্থানীয় বিএনপির রাজনীতিতে বিবদমান গ্রুপিং নিয়েও আলোচনা হয়। তবে প্রকাশ্য এ গ্রুপিং নিরসনে তারেক রহমানের কোনো উদ্যোগের কথা জানা যায়নি। মঙ্গলবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে বিমানযোগে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা মদীনা থেকে মক্কায় পৌঁছেন। বিমানবন্দরে তাকে মক্কা ও জেদ্দা বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানান।  খালেদা জিয়া গত ২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাদশার আমন্ত্রণে সৌদিতে আসেন। সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ শরীফ কামাল তাজ। তবে তারেক রহমানের সাথে সার্বক্ষণিক দেখা যাচ্ছে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে।  সৌদিতে তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। মসজিদে নববীতে ইবাদত-বন্দেগীতেও তাকে ঘিরে রাখেন কিছু নেতাকর্মী। যাওয়া-আসার পথে তৈরী হচ্ছে জন¯্রােত। মানুষের এ ভীড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। শীর্ষ এ নেতার সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানকে ঘিরে থাকা কিছু নেতাকর্মীর সার্বক্ষণিক এ প্রতিযোগিতা রীতিমতো ইবাদত-বন্দেগীতেও নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে গতকাল ঢাকা থেকে আসা সাংবাদিকদের খোঁজ খবর নেন খালেদা জিয়া। এসময় তিনি তার সফর কাভার করতে আসায় সন্তোষ প্রকাশ করেন।

No comments:

Post a Comment