Monday, July 21, 2014

ক্ষমা চাইলেন সাকিব:নয়াদিগন্ত

সাকিব তার শাস্তি পুনর্বিবেচনা করার জন্য বিসিবির কাছে আপিল করেছেন। গতকাল বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরীর কাছে আপিল করেন তিনি। অবশ্য এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা করে যে আলোচনা করেছিলেন। সে সূত্র ধরেই ওই আপিল তার। পাপন বলেছিলেন, আমার মনে হয়েছে সে (সাকিব) অনুতপ্ত। ফলে সে আপিল করলে বোর্ড বিবেচনা করতে পারে। এ সময় গণমাধ্যমে একটা লিখিত বক্তব্য পাঠ করে শোনান দেশসেরা এ অলর
াউন্ডার। যাতে নিজের কৃতকর্মে তিনি যে অনুতপ্ত সেটারই প্রকাশ পায়। একই সাথে তার বাজে ব্যবহারজনিত কারণে দেশের ক্রিকেট ও বিসিবি যদি বিব্রতবোধ করে থাকে সে জন্য সংশ্লিষ্ট ও দেশের সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ দিকে সাকিবের এ ক্ষমা প্রার্থনা করে আপিল শিগগিরই বোর্ড সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিইও। আপাতত সে অপেক্ষায় এ দেশসেরা অলরাউন্ডার। তবে তার শাস্তির মেয়াদ কমবে এতে এটা ঠিক, কত দিন তা স্পষ্ট নয়। জানা গেছে দেশে আগামী জিম্বাবুয়ে সিরিজেই ফিরছেন সাকিব। একই সাথে দেশের বাইরের লিগে খেলার জন্য যে দেড় বছরের নিষেধাজ্ঞা রয়েছে সেটার ব্যাপারেও পুনর্বিবেচনা হতে পারে। কারণ কাউন্টি, বিগব্যাশ, আইপিএল ও সিপিএলে সাকিবই খেলছেন। ফলে সেটা দেশের ক্রিকেটের জন্য সম্মানজনকও। ফলে এ বিষয়টা বিবেচনায় আসতে পারে। তবে এ সব কিছুই সাকিবের মনমানসিকতার ওপর নির্ভর করছে। বিসিবি যদি অনুধাবন করে যে সাকিব সত্যিই অনুতপ্ত তাহলে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আপত্তি নেই। কিন্তু সমস্যা ওখানেই। কারণ সাকিব তো এর আগেও এমন অনেক বিতর্কিত কর্ম করেছেন। এবং ক্ষমাও চেয়েছেন। কিন্তু শুধরাননি।  বিসিবি পরিচালকদের প্রশ্ন একটাই সাকিব শুধরাবে তো? এ ব্যাপারটি নিয়েই বোর্ডের একাধিক পরিচালক সন্দিহান। যদিও আপাতত মনে হচ্ছে এ অলরাউন্ডার খুব অনুতপ্ত। কিন্তু তার কর্মধারা কিন্তু সেটা বলে না। হয়তো শাস্তির মেয়াদটা কমানোর জন্যই সাকিব বোর্ডেরই কারো পরামর্শে এগুলো করে যাচ্ছেন। তবে এ ব্যাপারে বোর্ড সভাপতিরও হুমকি রয়েছে। পরে এমন কিছু কেউ করলে আজীবনও নিষিদ্ধ হতে পারেন। কিন্তু তাতে আসলেই কি ক্রিকেটারেরা ভীত কি না কে জানে!

No comments:

Post a Comment