Tuesday, September 9, 2014

৬০ নারীর যোগদান:প্রথম অালো

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুলিশ শাখায় ৬০ জন ব্রিটিশ নারী যোগদান করেছেন। আল-খানসা ব্রিগেড নামের সব নারী সদস্যের এই শরিয়া ইউনিটটির প্রধান হচ্ছেন উচ্চশিক্ষিত ব্রিটিশ তরুণী আকসা মাহমুদ (২০)। গত নভেম্বরে সিরিয়ায় পালিয়ে যান তিনি। শাখাটি সিরিয়ায় সক্রিয় রয়েছে বলে মনে করা হয়। টেরোরিজম রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস কনসোর্টিয়াম (টিআরএসি) নামের এক সংগঠনের মতে, আইএসের পুরুষ সদস্যদের সহায়তার লক্ষ্যে
চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় এটি। টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment