বতলী-মানিকগঞ্জ সড়কের নয়াকান্দিতে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। আন্দোলনকারীরা জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে এলাকাবাসী তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের মানিকগঞ্জ অফিস ঘেরাও করতে যায়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিপে করে। এতে মানিকগঞ্জ পৌরমেয়র মো: রমজান আলীসহ শতাধিক আহত হন। আহতদের মধ্যে বেশির ভাগই নারী বলে জানা গেছে। আহতদের মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পৌরমেয়র রমজান আলী, স্ত্রী আফরোজা রমজান, রনু আক্তার, মেয়রের ভাই দেলোয়ারসহ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। বিােভকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিােভ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ পৌরমেয়র মো: রমজান আলী। ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। মুহূর্তের মধ্যে শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে এবং শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে মানিকগঞ্জ জেলা শহরে ও উপজেলায় আবাসিক সংযোগে গ্যাস না থাকায় গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এ নিয়ে স্থানীয় হাজারো মানুষের অংশগ্রহণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। গ্যাস সঙ্কটের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের মানিকগঞ্জ অফিসের ব্যবস্থাপক রতন চন্দ্র দে জানিয়েছেন, জেলায় ৯ হাজার ৩০০ আবাসিক সংযোগসহ সিএনজি ফিলিং স্টেশন ও কলকারখানায় প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে এখানকার পাইপলাইনে প্রতিদিন ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ কারণে সব সংযোগেই বিশেষ করে আবাসিক সংযোগে গ্যাসের সমস্যা বেশি দেখা দিচ্ছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান তিনি। সহকারী পুলিশ সুপার মো: কামরুল ইসলাম (সদর সার্কেল) সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে গ্যাসের দাবিতে বিােভ ও ঘেরাও কর্মসূচি ছিল। কর্মসূচি বাস্তবায়নের ল্েয মিছিলটি পৌর খালপাড় পৌঁছলে পুলিশি বাধা উপো করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিপে করলে পুলিশও পাল্টা লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এতে ১৩ পুলিশ সদস্য আহত হয় বলে তিনি দাবি করেন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Wednesday, September 17, 2014
মানিকগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভে গুলি : মেয়রসহ আহত শতাধিক:নয়াদিগন্ত
বতলী-মানিকগঞ্জ সড়কের নয়াকান্দিতে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। আন্দোলনকারীরা জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে এলাকাবাসী তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের মানিকগঞ্জ অফিস ঘেরাও করতে যায়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিপে করে। এতে মানিকগঞ্জ পৌরমেয়র মো: রমজান আলীসহ শতাধিক আহত হন। আহতদের মধ্যে বেশির ভাগই নারী বলে জানা গেছে। আহতদের মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পৌরমেয়র রমজান আলী, স্ত্রী আফরোজা রমজান, রনু আক্তার, মেয়রের ভাই দেলোয়ারসহ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। বিােভকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিােভ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ পৌরমেয়র মো: রমজান আলী। ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। মুহূর্তের মধ্যে শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে এবং শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে মানিকগঞ্জ জেলা শহরে ও উপজেলায় আবাসিক সংযোগে গ্যাস না থাকায় গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এ নিয়ে স্থানীয় হাজারো মানুষের অংশগ্রহণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। গ্যাস সঙ্কটের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের মানিকগঞ্জ অফিসের ব্যবস্থাপক রতন চন্দ্র দে জানিয়েছেন, জেলায় ৯ হাজার ৩০০ আবাসিক সংযোগসহ সিএনজি ফিলিং স্টেশন ও কলকারখানায় প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে এখানকার পাইপলাইনে প্রতিদিন ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ কারণে সব সংযোগেই বিশেষ করে আবাসিক সংযোগে গ্যাসের সমস্যা বেশি দেখা দিচ্ছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান তিনি। সহকারী পুলিশ সুপার মো: কামরুল ইসলাম (সদর সার্কেল) সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে গ্যাসের দাবিতে বিােভ ও ঘেরাও কর্মসূচি ছিল। কর্মসূচি বাস্তবায়নের ল্েয মিছিলটি পৌর খালপাড় পৌঁছলে পুলিশি বাধা উপো করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিপে করলে পুলিশও পাল্টা লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এতে ১৩ পুলিশ সদস্য আহত হয় বলে তিনি দাবি করেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment