বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, ক্ষমতায়নের জন্য নারীদের এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা প্রয়োজন। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘শিক্ষা-প্রযুক্তি ও নারীর উন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশন
ার রবার্ট গিবসন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ব্রেনডন ম্যাকশেরি ও ইংরেজি টিমের প্রধান ড. জোহান বেন্টিঙ্ক। বাংলাদেশ আইসিটি খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে এ কে আজাদ চৌধুরী বলেন, বিশ্ব জ্ঞানভাণ্ডারের জগতে প্রবেশের ক্ষেত্রে প্রধানত প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন। ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা বাংলাদেশী, বাংলা আমার মাতৃভাষা। একই সাথে আমরা এখন বিশ্বনাগরিক। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেই ইংরেজি ভাষার ওপর গুরুত্ব দিতে হবে।
No comments:
Post a Comment