অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কমিটি বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রেষণে নিয়োগ দেয়া কর্মকর্তাদের তিন বছরের বেশি সময় অবস্থান করার সুযোগ না দিতে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বোর্ডগুলোতে কর্মরত কর্মচারীদের আন্তঃবোর্ডে বদলি করার পরামর্শও দিয়েছে কমিটি। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এসএম আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে শিক্ষা বোর্ডগুলোতে বিভিন্ন কাজে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ভোগান্তির বিষয়ে আলোচনার সময় কমিটির বেশ কয়েকজন সদস্য বোর্ডগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই দিনের পর দিন কাজ নিয়ে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি করা হয়। বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করা হয়। সংশ্লিষ্ট শাখায় কর্মরত কর্মচারীরা ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায়ের জন্যই এটি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এতে কর্মকর্তাদেরও সায় রয়েছে। দীর্ঘদিন ধরে বোর্ডগুলোতে অবস্থান করায় তারা সিন্ডিকেট গঠন করে সহজেই এসব অনিয়ম করতে পারছে। আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি শিক্ষা বোর্ডে যেসব কর্মকর্তা প্রেষণে থাকেন তাদের তিন বছরের বেশি না রাখা এবং কর্মচারীদের আন্তঃবোর্ডে বদলি করার বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। এদিকে, সংসদ সচিবালয় জানায়, বৈঠকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবন নির্মাণ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন এবং এই বোর্ডকে দেশের অন্য বোর্ডের সমান স্তরে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তকরণের ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Wednesday, October 29, 2014
শিক্ষা বোর্ডগুলোতে দুর্নীতির মহোৎসব:যুগান্তর
অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কমিটি বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রেষণে নিয়োগ দেয়া কর্মকর্তাদের তিন বছরের বেশি সময় অবস্থান করার সুযোগ না দিতে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বোর্ডগুলোতে কর্মরত কর্মচারীদের আন্তঃবোর্ডে বদলি করার পরামর্শও দিয়েছে কমিটি। কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এসএম আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে শিক্ষা বোর্ডগুলোতে বিভিন্ন কাজে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ভোগান্তির বিষয়ে আলোচনার সময় কমিটির বেশ কয়েকজন সদস্য বোর্ডগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই দিনের পর দিন কাজ নিয়ে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি করা হয়। বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করা হয়। সংশ্লিষ্ট শাখায় কর্মরত কর্মচারীরা ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায়ের জন্যই এটি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এতে কর্মকর্তাদেরও সায় রয়েছে। দীর্ঘদিন ধরে বোর্ডগুলোতে অবস্থান করায় তারা সিন্ডিকেট গঠন করে সহজেই এসব অনিয়ম করতে পারছে। আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি শিক্ষা বোর্ডে যেসব কর্মকর্তা প্রেষণে থাকেন তাদের তিন বছরের বেশি না রাখা এবং কর্মচারীদের আন্তঃবোর্ডে বদলি করার বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। এদিকে, সংসদ সচিবালয় জানায়, বৈঠকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবন নির্মাণ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন এবং এই বোর্ডকে দেশের অন্য বোর্ডের সমান স্তরে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তকরণের ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment