Thursday, December 11, 2014

জিজ্ঞাসাবাদের নির্মম কৌশল:প্রথম অালো

বন্দী সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য নৃশংস বিভিন্ন কৌশল ব্যবহার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা–সিআইএ প্রশ্নকর্তার প্রতি মনোযোগ মনোযোগ নিশ্চিত করতে বন্দীদের জামার কলার ধরে প্রশ্নকর্তা সিআইএর কর্মকর্তাদের মুখোমুখি করা কষ্টকর অবস্থান বিভিন্ন কষ্টকর ভঙ্গিতে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয় পোকামাকড়ের মধ্যে রাখা কোন পোকামাকড়ে ভীতি আছে তা জেনে বন্দীকে সেই পোকামাকড়ের বাক্সে ঢুকিয়ে রাখা হয় ঘুষ
ি মারা জিজ্ঞাসাবাদের সময় ঘুষি মারা ও কয়েকটি তোয়ালে পেঁঁচিয়ে লাঠি বানিয়ে তা দিয়ে পেটানো ওয়াটারবোর্ডিং কাপড়ে মুখ বেঁধে তার ওপর পানি ঢেলে শ্বাস-প্রশ্বাস কষ্টকর করে তোলা। এতে নির্যাতিত ব্যক্তির পানিতে ডুবে যাওয়ার মতো অনুভূতি হয় দেয়ালের দিকে দাঁড়িয়ে থাকা হাতের আঙুলের ওপর ভর করে দেয়ালের দিকে দাঁড়িয়ে রাখা। এ সময় বন্দীকে কোনো নড়াচড়া করতে দেওয়া হয় না এ ছাড়া কফিনের ভেতরে ঢুকিয়ে টানা ২৬৬ ঘণ্টা নিঃসঙ্গ রাখা, নগ্ন করে রাখা, টানা সাত দিন পর্যন্ত ঘুমাতে না দেওয়া, মলদ্বার দিয়ে নল ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করার মতো নির্যাতন চালানো হয় সূত্র: এএফপি

No comments:

Post a Comment