ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানাতে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করবেন বলে জানান। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। পরে সেখ
ান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের রাজু ভাস্কর্যে ফিরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে দাবি মেনে নেয়া ছাড়াও তাদের কর্মসূচিতে হামলাকারী পুলিশেরও বিচার দাবি করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থী রাজু বলেন, আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা নিয়মতান্ত্রিক প্রায় সব ধরনের আন্দোলনই করেছি। কিন্তু কোনো কিছুতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টনক নড়ছে না। এ কারণে আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করে আমাদের দাবি জানাব।
No comments:
Post a Comment