Thursday, January 1, 2015

বছরের আলোচিত ১৫ ঘটনা:যুগান্তর

বিদায় হয়ে গেছে ২০১৪ সাল। সময়ের পাতা থেকে চলে গেছে আরও একটি বছর। তবে ইতিহাসের পাতায় রেখে গেছে অনেক ঘটনা-দুর্ঘটনা। কিছু কিছু ঘটনা জাতিকে করেছে বিমোহিত। আবার কিছু ঘটনা এনে দিয়েছে দুঃখ-বেদনা। কিছু ঘটনা বিশ্ববাসীর কাছে বাঙালি জাতিকে নতুনভাবে তুলে ধরেছে। আবার কিছু ঘটনা সেই সম্মানকে ম্লান করেছে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সংবলিত গত বছরের সবচেয়ে আলোচিত ১৫ ঘটনার বর্ণনা তুলে ধরা হল।
ads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'> ৫ জানুয়ারির নির্বাচন : বছরের শুরুটা হয়েছিল বিরোধী দলের অবরোধ কর্মসূচি দিয়ে। ৫ জানুয়ারির নির্বাচন রোধেই ছিল সেই কর্মসূচি। বছরের শুরুতে যে সহিংসতা তাও সেই নির্বাচন ঘিরেই। বিএনপি নেতৃত্বাধীন প্রধান রাজনৈতিক জোটের বয়কটের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন। এত কম ভোটারের উপস্থিতি, অর্ধেকেরও বেশি সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এবং সহিংসতার কারণে ইতিহাসের পাতায় স্থান করে নেয় এ নির্বাচন। নির্বাচনের দিনেই সহিংসতায় নিহত হন ২২ জন। দেশে-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই নির্বাচন। ফিল্মি স্টাইলে জঙ্গি ছিনতাই : গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে ফিল্মি স্টাইলে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে পুলিশের কাছ থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের তিনজন (জেএমবি) দুর্ধর্ষ ক্যাডারকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। ছিনিয়ে নেয়া তিন জেএমবি সদস্য- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) এবং রাকিবুল হাসান ওরফে রাকিব ওরফে হাফিজ মাহমুদ (৩৫)। সালাউদ্দিন তিন মামলায় ও রাকিব এক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং মিজান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি। এদের মুক্তাগাছা থানার রাষ্ট্রদ্রোহ মামলা ও কোতোয়ালি থানার সিরিজ বোমা হামলাসহ ৫ মামলায় হাজিরা দিতে ময়মনসিংহের আদালতে নেয়া হচ্ছিল। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়। লাখো কণ্ঠে সোনার বাংলা : গত ২৬ মার্চ ৪৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে ধ্বনিত হয় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ এদিন ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জনের বিশাল মানবপতাকা তৈরি করে বিশ্বে এক অনন্য রেকর্ড গড়া হয়। সর্ববৃহৎ মানবপতাকা তৈরি ও সবচেয়ে বেশি মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার এই বিরল ঘটনা স্থান করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ডে। অনেক অঘটনের মধ্যে এই একটি ঘটনা আমাদের নতুন পরিচিতি এনে দেয় বিশ্বের বুকে। নারায়ণগঞ্জে সাত খুন : বছরের সবচেয়ে নৃশংস ঘটনা ছিল এটি। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের ঘটনা ঘটে। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। এ নৃশংস ঘটনাটি ঘটেছিল রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনী র‌্যাবের হাতে। এই অপহরণ থেকে শুরু করে হত্যা পর্যন্ত র‌্যাব-১১’র তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্তকৃত) তারেক সাঈদ ও মেজর (বরখাস্তকৃত) আরিফ হোসেন সরাসরি জড়িত ছিলেন। আর অপহরণে জড়িত ছিলেন লে. কমান্ডার (বরখাস্তকৃত) এমএম রানা। র‌্যাবের বিভাগীয় প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় মোট ২১ জন র‌্যাব সদস্য জড়িত ছিলেন। সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন র‌্যাবের কয়েকজন অসৎ কর্মকর্তাকে টাকার বিনিময়ে ভাড়া করে এই লোমহর্ষক খুনের ঘটনা ঘটায়। টাকার বিনিময়ে র‌্যাবের মানুষ খুনের ঘটনা দেশ-বিদেশের সব বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তোলে। ফুলগাজী ট্রাজেডি : গত ২০ মে দিনদুপুরে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। মুফতি হান্নানের ফাঁসি : গত ২৩ জুন রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। ঘটনার ১৩ বছর পর দেয়া এ রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনকে ফাঁসি এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এই রায় ঘোষণা করেন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা : দীর্ঘ এক মাস ধরে দেশ মেতেছিল বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়। প্রিয় দলের পতাকা স্থান করে নেয় গাড়ির সামনে, বাড়ির ছাদে এমনকি কপালেও। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা নেয়া হয়। রাত জেগে, চা স্টলে, নানা তর্ক-বিতর্কের মধ্য দিয়ে চলে এই খেলা। ১৩ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে জার্মানির বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে এই উন্মাদনার সমাপ্তি ঘটে। সবচেয়ে বড় নৌদুর্ঘটনা : বছরের সবচেয়ে বড় নৌদুর্ঘটনা ছিল মাওয়া ঘাটে প্রায় আড়াইশ’ যাত্রী নিয়ে পিনাক-৬ নামের লঞ্চডুবির ঘটনাটি। গত ৪ আগস্ট লৌহজং চ্যানেলের এই মর্মান্তিক ঘটনায় যাত্রীদের বেশির ভাগই হারিয়ে যায় প্রবল সে াতে। এত বিপুলসংখ্যক প্রাণহানির হৃদয়বিদারক ঘটনায় সারা দেশের আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সাঈদীর চূড়ান্ত রায় : গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে ঘোষিত সাঈদীর চূড়ান্ত রায়টিও ছিল এ বছরের সবচেয়ে আলোচিত একটি বিষয়। রায়ে তাকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাভোগের আদেশ দেয়া হয়। এ রায়কে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠার কমতি ছিল না। বড়াইগ্রামের বেদনা : গত ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে কেয়া ও অথৈ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৩৭ জন। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে চাপা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এ ঘটনা বড়াইগ্রামের মানুষের জন্য বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা বিচারে এটিই ছিল এ বছরের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। আন্তর্জাতিক সম্মান অর্জনের মাস : দেশ নানা অঘটনের মধ্য দিয়ে পার হলেও গত অক্টোবর মাসের দুটি ঘটনা বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়ে তোলে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠার মাস এটি। এ মাসে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৯ অক্টোবর ক্যামেরুনে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইসল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর পেয়েছিলেন ৬৭ ভোট। এছাড়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউর ১৩১তম সম্মেলনে সাবের হোসেন চৌধুরী পান ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার ব্রনউইন বিশপ পান ৯৫ ভোট। স্বর্ণ চোরাচালানের রাঘববোয়ালরা ধরাশায়ী : বছরজুড়েই চলছিল সোনা চোরাচালানের ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিনই ধরা পড়ছিল ছোট-বড় স্বর্ণের চালান। এরপর ১৮ নভেম্বর গভীর রাতে ধরা পড়ে রাঘববোয়ালরা। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বিমানের ক্যাপ্টেন, ডিজিএমসহ পাঁচ রাঘববোয়াল গ্রেফতার হন এদিন। ফেঁসে গেছেন লতিফ সিদ্দিকী : দেশের অন্যতম আলোচিত একটি ঘটনা হচ্ছে তাবলিগ ও হজ নিয়ে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যটি। গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটেসর পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্রের টাঙ্গাইল জেলা সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামাত এবং মহানবী সম্পর্কে কটূক্তি করেন। এর খেসারত হিসেবে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার পর জেলে পাঠানো হয়। বর্তমানে কারাগারেই আছেন তিনি। জিহাদের মর্মান্তিক মৃত্যু : বছরের শেষ মুহূর্তের একটি হৃদয়বিদারক ঘটনা ছিল রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পাইপ থেকে জিহাদকে জীবিত উদ্ধারের ব্যর্থতা। ২৬ ডিসেম্বর বিকালে জিহাদ পড়ে যায় গভীর পাইপের ভেতরে। ২৩ ঘণ্টা চেষ্টা করেও চার বছরের এই ছোট্ট সোনামণিকে উদ্ধারে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হয়। রাষ্ট্রের বিভিন্ন বাহিনী তাদের উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার মাত্র ১০ মিনিটের মাথায় পাঁচ তরুণের সাহসী ভূমিকা আর দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ৬ যুদ্ধাপরাধীর ফাঁসি : বিগত এক বছরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল থেকে ছয় আসামিকে দেয়া ফাঁসির আদেশও ছিল বেশ আলোচিত ঘটনা। প্রতিটি রায়কে কেন্দ্র করেই উদ্বেগ-উৎকণ্ঠা ছিল জনগণের মাঝে। জামায়াতের বর্তমান আমীর মতিউর রহমান নিজামী, নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী, ফরিদপুরের জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন, জাতীয় পার্টি সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দেয়া হয়েছে। এছাড়া গত ৩ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। এখন তার ফাঁসি কার্যকরের পালা। ফাঁসি বহালের এ সংবাদটিও ছিল দেশ-বিদেশের অন্যতম আলোচ্য বিষয়।  

No comments:

Post a Comment