Friday, January 9, 2015

রাজধানীতে আরো ৭টি যানবাহনে আগুন:নয়াদিগন্ত

গত রাতে রাজধানীতে আরো সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন বাসযাত্রী আহত হয়েছে। অপর দিকে একই সময় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আরো একজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় কে বা কারা কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপো আইসিডির পাশে মুগদা বিশ্বরোডে একটি ক্রেনে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক
্ষদর্শীরা জানান, ক্রেনটি আইসিডির পাশে মুগদা বিশ্বরোডে দাঁড় করানো ছিল। হঠাৎ কে বা কারা ক্রেনের সামনের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত সোয়া ৭টায় কে বা কারা মহাখালী ফাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহাখালী ফাইওভারের নিচে কয়েকজন দুর্বৃত্ত সম্রাট পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময় ফকিরাপুলে ইউনিক পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা ওই আগুন নিভিয়ে ফেলে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   রাত সোয়া ৭টায় গুলিস্তান ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় শহিদুল্লাহ (৫০) নামে একজন যাত্রী দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুল্লাহ জানান, তিনি উত্তরা থেকে লোকাল ওই বাসে করে গুলিস্থান পৌঁছেন। এ ঘটনায় সবাই নেমে গেলেও বাস থেকে নামতে একটু দেরি হওয়ায় আগুনে তার হাত ও পা ঝলসে যায়। ৭টা ৩৫ মিনিটে সদরঘাটে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে শিল্পকলা একাডেমির সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়। এ দিকে রাত ৯টা ২০ মিনিটে কল্যাণপুর এসএ খালেক পেট্রল পাম্পের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত পেট্রলপাম্পের সামনে দাঁড়িয়ে থাকা কেয়া পরিবহনের দূরপাল্লার একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আরো প্রায় ১২টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।   রাত পৌনে ৯টায় পুরানাপল্টনে ককটেল বিস্ফোরণে জাকির হোসেন (৪৫) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল্লাহ জানান, রাতে পল্টনে কয়েকজন যুবক তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। ওই সময় তিনি রিকশা নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আহত হন। এ ঘটনায় তার হাত ও পা ঝলসে যায়। এ দিকে রাত সাড়ে ১০টায় জুরাইন নতুন রাস্তায় পুলিশের গুলিতে আসাদুর রহমান (৩৬) নামে এক পথচারী আহত হন। আসাদ জানান, রাতে কে বা কারা এই এলাকায় সমাবেত হচ্ছিল বলে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে তার পায়ে কয়েকটি ছররা গুলি বিদ্ধ হয়।

No comments:

Post a Comment