দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাজ্য উদ্বিগ্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট গিবসন। গতকাল রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বছর পূর্তিতে সরকার ও বিরোধী পরে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা এবং অনেক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বৃটিশ হাইকমিশনার। তিনি সংঘাত এড়িয়ে
সমঝোতার পথে ফিরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। হাইকমিশনার বলেন, সহিংসতার ওই বৃত্ত থেকে বের হয়ে আসতে একটি পন্থা বের করতে হবে। শুধু দুই দল নয়, এ জন্য সব রাজনৈতিক দল, নাগরিকসমাজ এবং স্টেকহোল্ডারদের মধ্যে সংলাপের আহ্বান জানান তিনি।
No comments:
Post a Comment