Monday, January 12, 2015

ইজতেমার আখেরি মুনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী:নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীর তুরাগ নদী তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মুনাজাতে শরিক হয়েছেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে মুনাজাতে শরিক হন।   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা: দীপু মনি এমপি এবং প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরা মুনাজাতে শরিক হন। বিশেষ মুনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনার প
াশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তম ঐক্য কামনা করা হয়। ভারতের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা সাদ মুনাজাত পরিচালনা করেন।   দেশের ৩২টি জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম ও বিশ্বের ৫০টি দেশ থেকে চার হাজার ৯৮২ জন বিদেশী ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন।   নয়াদিল্লিভিত্তিক তাবলিগ-ই-জামাত ১৯৬৬ সাল থেকে এই ইজতেমার আয়োজন করে আসছে।      

No comments:

Post a Comment