Thursday, January 15, 2015

সংলাপ চান কূটনীতিকরা:যুগান্তর

চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ ও তার গাড়িতে অগ্নিসংযোগ, রংপুরে চলন্ত বাসে পেট্রলবোমায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় কূটনীতিকদের উদ্বেগ বেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রভাবশালী আন্তর্জাতিক মহল, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব অংশীদারের মধ্যে সংলাপের আহ্বান জ
ানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনা তদন্ত নিশ্চিত করা হবে। যদিও রিয়াজ রহমান ও তার পরিবার এ ঘটনার বিষয়ে মামলা করতে রাজি হয়নি; তবে পুলিশ এ বিষয়ে নিজের উদ্যোগে মামলা করেছে। সব পক্ষকে সংযত থেকে পরিমিতিবোধ চর্চার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। এদিকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রভাবশালী ইউরোপীয় গোষ্ঠীর কূটনীতিকদের গোটা পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির দায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীল পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ২টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই ব্রিফিংয়ে সরকার দেশের বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। বিশ্বের অন্যান্য অঞ্চলের কূটনীতিকদের নিয়ে পর্যায়ক্রমে এ ধরনের বৈঠক হবে বলে জানা গেছে। প্যারিসে শার্লি হেবদো পত্রিকা অফিসে হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা জানানোকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূতরা। এদিকে গত বছরের ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাবে বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামীর সহিংসতায় দুঃখ প্রকাশ, ৫ জানুয়ারির নির্বাচনের প্রাক্কালে সহিংসতায় ইউরোপীয় পার্লামেন্টের নিন্দা এবং ১৮ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টে আরেক দফা প্রস্তাবে প্রায় অনুরূপ বক্তব্য দেয়ার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ঊর্ধ্বে তুলে ধরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সহিংসতা ও সন্ত্রাসের পথ পরিহারে এবং দায়িত্বশীল উপায়ে গণতান্ত্রিক স্পেস ব্যবহারের জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যত দিন পর্যন্ত তারেক রহমান আইনের চোখে ফেরারি থাকবেন ততদিন পর্যন্ত তার বক্তব্য প্রচারে হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার কথা তিনি উল্লেখ করেন। বিজেপি নেতা অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার কথিত টেলিফোন আলাপ এবং মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি প্রচারের বিষয়টি মিথ্যা বলে জানান মাহমুদ আলী। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মাহমুদ আলী বলেন, সরকার এ ঘটনা তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশ দিয়েছে। তবে মন্ত্রী জানান, তখন পর্যন্ত রিয়াজ রহমান কিংবা তার পরিবার কোনো মামলা দায়ের করতে রাজি হননি। এই ক্ষেত্রে পুলিশ নিজের ক্ষমতা বলে একটি মামলা দায়ের করেছে। পররাষ্ট্রমন্ত্রী পরে রাশিয়া, নরওয়ে, হলি সি এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের পৃথকভাবে বর্তমান পরিস্থিতি অবহিত করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে সারা দেশে সহিংস ঘটনার মধ্যে কূটনৈতিক অঞ্চল হিসেবে খ্যাত গুলশানে রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ছড়ায় বেশি। ফলে পশ্চিমা প্রভাবশালী দেশগুলো প্রকাশ্যেই এই ঘটনাসহ সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। এশিয়া অঞ্চলের দেশগুলো এ ব্যাপারে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদেরও উদ্বেগ রয়েছে। এশিয়ার প্রভাবশালী দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে তারা তাদের নাগরিক ও বিনিয়োগ নিয়ে শংকিত। অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রায় একই রকমের উদ্বেগের কথা জানান এশীয় অঞ্চলের কূটনীতিকরাও। রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার সকালেই এক বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে। ইইউ বলেছে, গণতান্ত্রিক স্পেস সংকুচিত হওয়ায় তারা শংকিত। যুক্তরাজ্য বলেছে, এই অবস্থায় শুধু রাজনৈতিক দল নয়, বরং সুশীল সমাজসহ সব অংশীদারকে নিয়ে সংলাপ করে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে। স্তম্ভিত মার্কিন যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দফতর তাদের বিবৃতিতে বলেছে, ‘রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত এবং তার দ্রুত আরোগ্য কামনা করছে। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই, রাজনৈতিক উদ্দেশের কারণে সহিংসতাকে আমরা নিন্দা জানাই।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনার তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। আমরা সব পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। সব দলকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং জনগণের স্বাধীনভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানাই।’ এদিকে, বুধবার রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রল বোমায় পাঁচজন নিহত হওয়ার পর সারা দেশে হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির ঢাকার দূতাবাস। বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, ‘আমরা দেশজুড়ে হতাহতের খবরে মর্মাহত। আমরা ভুক্তভোগী পরিবারদের গভীর সমবেদনা জানাই। আমরা সব পক্ষের সহিংসতার নিন্দা জানাই।’ ইইউ বলেছে, স্থিতিশীলতার পদক্ষেপ সভা-সমাবেশের অধিকারের মূল্যে নয় : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে ঢাকায় অবস্থানরত ইইউ দেশগুলোর রাষ্ট্রদূত কিংবা মিশন প্রধানদের ডেকেছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকাল ২টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রীর বক্তব্যের পর ইইউ কূটনীতিকদের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে তাদের উদ্বেগের কথা জানানো হয়। বৈঠকের পর এই বিষয়ে ঢাকায় ইইউ দফতর থেকে একটি বিবৃতি দেয়া হয়। এতে ইইউ কূটনীতিকরা বাংলাদেশে চলমান ঘটনায় উদ্বেগ জানান । বিবৃতিতে বলা হয়, ‘দেশে চলমান সহিংসতা ও বিপর্যস্ত পরিস্থিতিতে তারা দুঃখ প্রকাশ করেন। কেননা, এই পরিস্থিতির ফলে অনেক মৃত্যু, শত শত মানুষ আহত এবং সম্পদ ধ্বংস হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে, ১৩ জানুয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান ও ১৪ জানুয়ারি রংপুরে একটি বাসে যাত্রীদের ওপর ভয়াবহ হামলার ঘটনা।’ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মিশন প্রধানরা গণতান্ত্রিক স্পেস সংকুুচিত হয়ে যাওয়ায় শংকিত। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পদক্ষেপ কোনোভাবেই সভা-সমাবেশ, আন্দোলন এবং বাকস্বাধীনতার অধিকারের বিনিময়ে হওয়া উচিত নয়।’ এতে বলা হয়, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে সব অংশীদারের মধ্যে সত্যিকার সংলাপ শুরুর জন্য তারা ফের আহ্বান জানান।’ পরিমিতি বোধের চর্চা চায় যুক্তরাজ্য : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন পৃথক বিবৃতিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং বুধবার সকালে রংপুর জেলায় বাসে অগ্নিসংযোগের ফলে কয়েকজন যাত্রীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণের ঘটনার নিন্দা জানাচ্ছি এবং রংপুরে বাসে আক্রমণের ফলে প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের কাছে এসব অপরাধের যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। যুক্তরাজ্য সব পক্ষকে সংযত থেকে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতা ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সংলাপে বসার আহ্বান জানান।’  

No comments:

Post a Comment