া হচ্ছে। ১৯৯৬ সালে ডি কককে দুই দফা যাবজ্জীবন এবং ২১২ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিচারমন্ত্রী বলেছেন, ডি কককে মুক্তি দেওয়ার সময় ও স্থানের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে না। দেশের সংবিধানের আলোকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯২ সালে ডি ককের হাতে নিহত গ্লেনাক মামার স্ত্রী স্যান্ড্রা মামা বিচারমন্ত্রীর সিদ্ধান্তকে সঠিক আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তিনি শীর্ষপর্যায় থেকে সিদ্ধান্ত পেয়েছিলেন। তারা ঠিকই পার পেয়ে গেছে।’ সাবেক কর্নেল ডি কক ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কাছে ১০০টির বেশি হত্যা, নির্যাতন ও জালিয়াতির কথা স্বীকার করেছিলেন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Saturday, January 31, 2015
২০ বছর পর বর্ণবাদী ঘাতকের প্যারোল:প্রথম অালো
া হচ্ছে। ১৯৯৬ সালে ডি কককে দুই দফা যাবজ্জীবন এবং ২১২ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিচারমন্ত্রী বলেছেন, ডি কককে মুক্তি দেওয়ার সময় ও স্থানের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে না। দেশের সংবিধানের আলোকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯২ সালে ডি ককের হাতে নিহত গ্লেনাক মামার স্ত্রী স্যান্ড্রা মামা বিচারমন্ত্রীর সিদ্ধান্তকে সঠিক আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তিনি শীর্ষপর্যায় থেকে সিদ্ধান্ত পেয়েছিলেন। তারা ঠিকই পার পেয়ে গেছে।’ সাবেক কর্নেল ডি কক ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কাছে ১০০টির বেশি হত্যা, নির্যাতন ও জালিয়াতির কথা স্বীকার করেছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment