Thursday, January 1, 2015

বিক্ষিপ্ত সংঘর্ষে হরতালের প্রথম দিন অতিবাহিত শতাধিক গ্রেফতার:নয়াদিগন্ত

বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধরপাকড়ের মধ্য দিয়ে সারা দেশে জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। রাজধানীসহ সারা দেশে মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকেরা। এ সময় কয়েকটি স্থানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিভিন্ন জায়গায় পিকেটিং চলাকালে এবং অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হরতালে সব রুটের দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে রাজধানীতে সীমি
ত পরিসরে গণপরিবহন চলাচল করেছে। বেশির ভাগ বেসরকারি অফিস, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। এ দিকে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দ্বিতীয় দিনের হরতাল পালিত হবে।  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গত মঙ্গলবার মৃত্যুদণ্ডাদেশের রায় দেয় ট্রাইব্যুনাল। রায়ের প্রতিবাদে এবং এ টি এম আজহারের মুক্তির দাবিতে সারা দেশে বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের ডাক দেয় জামায়াত। গতকাল ছিল হরতালের প্রথম দিন। সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত হরতাল চলাকালে বিভিন্ন স্থানে মিছিল-পিকেটিং করে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বেশ কিছু নেতাকর্মীকে আটক করে। পুলিশ ও সরকার সমর্থকদের হামলায় আহত হয় অনেক নেতাকর্মী।  হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে ভাটারায় একটি মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভাটারা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন, ভাটারা থানা সেক্রেটারি আব্দুল কাইয়ুম প্রমুখ। কাফরুল ও ভাসানটেক জামায়াত একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ সেখান থেকে তিনজনকে গ্রেফতার করে। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন, কাফরুল থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম, ভাসানটেক আমির সোলাইমান হোসেন, সেক্রেটারি আলাউদ্দীন মোল্লা, কাফরুল সেক্রেটারি আব্দুল মতিন খান প্রমুখ।   চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তবে হরতালের আগের রাতে নগরীর বিস্তীর্ণ স্থানে উপর্যুপরি বোমার শব্দে প্রকম্পিত হয় বন্দরনগরী।  গতকাল ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর সন্ধ্যা পর্যন্ত কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।  চট্টগ্রামের জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় ন্যায়ভ্রষ্ট। হরতাল চলাকালে চট্টগ্রাম মহানগর শাখার এক বিােভ সমাবেশে নেতৃবৃন্দ উপরিউক্ত কথা বলেন। সমাবেশ শেষে এক বিােভ মিছিল বিভিন্ন সড়ক প্রদণি করে।  হরতালের সমর্থনে চট্টগ্রাম দণি জেলার সাতকানিয়ায় জেলা শিবির সেক্রেটারি আসাদ উল্লাহ আদিলের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্য দিকে দণি জেলার কর্ণফুলী থানা ছাত্রশিবির হরতালের সমর্থনে মিছিল বের করে।  এ ছাড়া লোহাগাড়ার বড়হাতিয়া, আধুনগর, আমিরাবাদ, রাজঘাটা, পদুয়া, চুনতি, কলাউজানসহ ১৪টি স্থানে; সাতকানিয়ার ১২টি; চন্দনাইশের ৫টি; পটিয়ার ৭টি; বোয়ালখালীর ৪টি; বাঁশখালীর ১০টি ও আনোয়ারার ৬টি স্থানে বিােভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেন শিবির নেতাকর্মীরা। হাটহাজারী (চট্টগ্রাম) : হরতালের সমর্থনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের আমানবাজার, বড় দীঘিরপাড়, ১১ মাইল, সুবেদার পুকুরপাড়, ইছাপুর বাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মেডিক্যাল গেট, বুড়িপুকুরপাড়, কলঘর, মই¹ার হাটসহ উপজেলার বিভিন্ন্ গুরুত্বপূর্ণ সড়কে পিকেটিং করেছেন হরতাল সমর্থনকারীরা।  রাজশাহী : হরতালের প্রথম দিনে গতকাল রাজশাহীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিােভ করেছেন ছাত্রশিবির নেতাকর্মীরা।  হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে নগরীর অক্ট্রয় মোড়ে টায়ার জ্বালিয়ে বিােভ মিছিল বের করেন ছাত্রশিবির কর্মীরা। পরে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে ছাত্রশিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  একই সময় নগরীর শালবাগান এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন জামায়াত-শিবির নেতাকর্মীরা।  রাবি : হরতালের প্রথম দিনে রাজশাহী বিশ^বিদ্যালয়ের কোনো বিভাগেই কাস-পরীা হয়নি। হরতালের সমর্থনে বিােভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন বিশ^বিদ্যালয় শাখা ছাত্রশিবির নেতাকর্মীরা। সিলেট : গুলি চালিয়ে সিলেটে শিবিরের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শেখঘাট কাজিরবাজার ব্রিজ এলাকা থেকে শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা চালান। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। শেখঘাট শুভেচ্ছা ৩৪৮ নম্বর বাসা থেকে শিবিরকর্মী আশরাফ আহমদ ও নুরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।  এ দিকে হরতালের প্রথম দিনে সড়ক অবরোধ, ঝটিকা মিছিল, বিক্ষিপ্ত সংঘর্ষ ও আটকের মধ্য দিয়ে সিলেটে হরতাল পালিত হয়।  এ দিকে হরতালে পিকেটিংয়ের অভিযোগে সদর উপজেলার বলাউরা, ধনপুর ও সংলগ্ন এলাকা থেকে দুই সহোদর, পিতা-পুত্র ও প্রবাসীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।  খুলনা : গ্রেফতার, মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে খুলনায় জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পুলিশ নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে ছাত্রশিবির নেতা আব্দুর রব, খালিশপুর থানা এলাকা থেকে মেহেদী হাসান ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করে।  হরতালের প্রথম দিন বুধবার সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে নগরীর বিভিন্ন পয়েন্টে বিােভ মিছিল ও পিকেটিং করা হয়।  বগুড়া : বগুড়ায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি, ককটেল বিস্ফোরণ, পিকেটিং ও ধরপাকড়ের মধ্য দিয়ে জামায়াতের ডাকা দু’দিনের হরতালের প্রথম দিন শেষ হয়েছে।  সকালে হরতালের সমর্থনে জামায়াত ও শিবির পৃথকভাবে শহরের কয়েকটি এলাকায় বিােভ মিছিল করে। পুলিশ পিকেটিংয়ের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করে। সকাল সাড়ে ৭টায় শহরের খান্দারে হরতালের সমর্থনে শিবিরের শহর শাখা সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে বিােভ মিছিল বের হয়। মিছিলটি গোহাইল রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খান্দারবাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  সকাল ৮টায় চারমাথা-গোদারপাড়ায়, সাড়ে ৯টায় শহরের সাবগ্রামে বিােভ মিছিল হয়েছে। এ সময় তারা দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। টঙ্গী : সকাল পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ছাত্রশিবিরের কমপে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়েছেন বলে শিবির দাবি করেছে। পুলিশ টঙ্গী কলেজ শাখা শিবিরকর্মী তরিকুল ইসলাম ও মাহমুদকে আটক করেছে। আটক করার পর পুলিশ তরিকুলের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি চালিয়েছে বলে মহানগর শিবিরের প্রচার সম্পাদক মিজানুর রহমান দাবি করেছেন।  সকাল পৌনে ৮টায় ইসলামী ছাত্রশিবির হরতালের সমর্থনে কলেজগেট এলাকায় মিছিল বের করলে পুলিশ মিছিলে বৃষ্টির মতো রাবার বুলেট ও টিয়ার শেল নিপে করে। এতে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।  নড়াইল : হরতালে নাশকতার আশঙ্কায় নড়াইলের তুলারামপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম ফকিরকে (৪৫) আটক করেছে পুলিশ। এ ছাড়া গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো ৯ জনকে গ্রেফতার করা হয়।  মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ের বারইয়ারহাটে জাকারিয়া হাবীব নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে বন্ধুর বাবার নামাজে জানাজায় যাওয়ার পথে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  মানিকগঞ্জ : দু’দিনের হরতালে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৩ জনকে। অপর দিকে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ হরতালে ধ্বংসাত্মক ও সহিংসতা নিবারণমূলক অভিযান এবং বিভিন্ন মামলায় মঙ্গলবার রাতে ৪৩ জনকে গ্রেফতার করে।  মাগুরা : হরতালের প্রথম দিন মাগুরায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পুলিশ নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে। হরতালের সমর্থনে গতকাল সকাল ৭টায় শহরের ভায়না মোড় এলাকায় একটি মিছিল বের হয়ে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।  সাতীরা : হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৯ জনকে আটক করেছে।  এ দিকে গতকাল সাতীরায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। তবে দলীয় নেতাকর্মীদের সড়ক-মহাসড়কে মিছিল, মিটিং ও সমাবেশ করতে দেখা যায়নি।  লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে শিবিরের ওপর যুবলীগের হামলা, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল ও উপজেলা জামায়াতের আমির নূর উদ্দিনের ফার্মেসিতে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কমলনগর উপজেলা শিবিরের সভাপতি নাসির উদ্দিন জামশেদসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।  আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এ ঘটনার পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম।  রংপুর : হরতালের প্রথম দিন রংপুরে ছিল টানটান উত্তেজনা। বদরগঞ্জে দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি। অন্য দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ছিল পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারী।  হরতালের সমর্থনে নগরীর হাসনার মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে রংপুর মহানগর শিবির।  একই দাবিতে রংপুর মহানগরী ঢাকা কোচস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত। একই ইস্যুতে জেলা জামায়াতের উদ্যোগে মিঠাপুকুর, তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  নীলফামারী : নীলফামারীর ডোমারে আবুল কালাম রুবেল (৩০) নামে এক জামায়াতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চগড় সংবাদদাতা জানান, পঞ্চগড়ে হরতালে বাংলাবান্ধা স্থলবন্দর সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। হরতাল চলাকালীন সেখানে কোনো ধরনের বাংলাদেশী গাড়ি চলাচল করেনি। গাড়িতে কোনো মালামাল লোড-আনলোড করা হয়নি।  নেত্রকোন সংবাদদাতা জানান, জামায়াতে ইসলামীর দুই দিনের ডাকা হরতালের প্রথম দিন গতকাল স্থানীয় আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। অন্য কোনো যানবাহনও জেলায় প্রবেশ করতে দেখা যায়নি। ফলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।  ঝিনাইদহ : প্রথম দিনের হরতালে জেলার কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। হরতালে নাশকতা এড়াতে শিবিরের পৌর সেক্রেটারি আনোয়ারুল ইসলামসহ পাঁচজন, হরিণাকুন্ডু থেকে চারজন ও মহেশপুর থেকে চার জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গাজীপুর : হরতালে গাজীপুরে শিবিরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলিবর্ষণ করেছে। এ সময় শিবিরের দুই কর্মীকে পুলিশ আটক করে। আটকের পর পুলিশ শিবিরকর্মী তরিকুলের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে বলে জানা গেছে। এ ছাড়া হরতালের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মীদের মিছিল, অগ্নিসংযোগ ও পুলিশের গুলি, টিয়া শেল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এসব স্থান থেকে সাতজনকে আটকের খবর পাওয়া গেছে। এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের রেলগেট এলাকায় হরতাল সমর্থকরা পিকেটিং করে টায়ারে আগুন ধরিয়ে রেলপথ অবরোধের চেষ্টা করে, পরে পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের তিন সড়ক এলাকায় মিছিল করে ও রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকেরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে, পরে সেখান থেকে পিকেটার সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ। শ্রীপুর (গাজীপুর) : হরতালের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিােভ মিছিল, হামলা ভাঙচুরের অভিযোগে শ্রীপুর থানা পুলিশ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক ও সেক্রেটারি প্রভাষক মাওলানা জাহাঙ্গীর কবির ও অজ্ঞাত ২০-২৫ জনসহ অর্ধশতাধিক জামাত নেতাকর্মীর নামে মামলা করেছে। এ ছাড়া ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা হাদিউল ইসলাম ও মাহতাব উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।  নীলফামারী : নীলফামারীর ডোমারে আবুল কালাম রুবেল (৩০) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার চিকনমাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  নাটোর : হরতালের সমর্থনে নাটোর শহরসহ জেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল সকালে শহর জামায়াত ও শিবিরের উদ্যোগে শহরের চকরামপুর, তেবারিয়া এলাকায় পিকেটিং করা হয়। এ ছাড়া শহরের ছায়াবানীর মোড় ও সদর উপজেলা পরিষদের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়েছে জামায়াত কর্মীরা।  বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রাম পৌর শহরের লক্ষ্মীকোল বাজারে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় ইটপাটকেল ও লাঠির আঘাতে কমপক্ষে পাঁচজন আহত ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  সুনামগঞ্জ : সুনামগঞ্জে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে জামায়াত। বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের কাজির পয়েন্টে থেকে একটি মিছিল বের তারা। মিছিলটি ষোলঘর পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে কাজিরপয়েন্ট এলাকায় পিকেটিং করে নেতাকর্মীরা। এ দিকে শহরের মধ্যবাজার এলাকায় অপর একটি মিছিল বের করে জামায়াত।  জয়পুরহাট : হরতালের প্রথমদিন জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকালে হরতালের সমর্থনে শহরের জামালগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ছাড়াও সদর উপজেলার দুর্গাদহ বাজার, পাঁচবিবি পৌর এলাকায়, কালাই পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করে।  নড়াইল : হরতালের প্রথমদিনে নড়াইল-লোহাগড়া, নড়াইল-যশোর, নড়াইল-খুলনাসহ কোনো রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। তবে নসিমন, করিমন, ইজিবাইক, ভ্যানসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।  নোয়াখালী : হরতালের প্রথমদিন গতকাল নোয়াখালীর মাইজদী পৌরসভা গেটে পিকেটিংয়ের সময় একটি পিকআপ ভাঙচুর করা হয়। পিকআপ চালক সোহাগ আহত হন।  ফরিদপুর : ফরিদপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তবে হরতালের সমর্থনে কাউকে রাজপথে নামতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার এড়াতে দলীয় নেতাকর্মীদের অনেকেই অত্মগোপনে রয়েছেন।  ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রথম দিনের হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার রাতে দুই জামায়াতকর্মীকে পুলিশ গ্রেফতার করে। গতকাল সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় শিবিরকমীরা মিছিল করে।  টাঙ্গাইল : হরতালের প্রথমদিন গতকাল বিভিন্ন স্থানে পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। সকালে জেলা সদর মসজিদের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা বটতলা মোড়ে গিয়ে পিকেটিং করে। এ ছাড়া গোডাউন ব্রিজ এলাকায় এবং ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় পিকেটিং করে হরতাল সমর্থকেরা।  নওগাঁ : হরতালে নওগাঁ জেলা পূর্ব শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার সকাল ৯টায় স্থানীয় তাজের মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক টার্মিনাল মোড়ে এসে শেষ হয়।  পাবনা : হরতালের প্রথমদিন পাবনায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে জেলার কোথাও হরতালের পক্ষে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। জেলার অন্যান্য উপজেলাতেও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পিকেটিং ছাড়াই শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে ভোরে দু-একটি স্থানে টায়ার জ্বালিয়ে সটকে পড়ে হরতাল সমর্থকেরা। সকাল ১০টার দিকে শহরের গোশালা রোডে শিবির মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।  এ দিকে বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে খুলনা টু ঢাকাগামী চিত্রা এক্সপেসের একটি বগি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। কুষ্টিয়া : কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হয়েছে। ফলে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের সাথে সড়কযোগাযোগ বন্ধ হয়ে যায়। হরতালের সমর্থনে কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। শহরের মজমপুর গেটে এবং চৌড়হাস এলাকায় শতাধিক ট্রাক মালামালসহ থেমে থাকতে দেখা যায়। এ দিকে হরতালের বিরুদ্ধে পুলিশি প্রহরায় প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।  দিনাজপুর : হরতালের প্রথমদিন দিনাজপুরে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। দিনাজপুর শহর শাখার উদ্যোগে কালিতলা-সুইহারী এলাকায় রাস্তা অবরোধ করে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল ও পিকেটিং করা হয়েছে। 

No comments:

Post a Comment