Friday, January 16, 2015

সুপ্রিম কোর্টের গেট ভাঙলেন আওয়ামীপন্থী আইনজীবীরা:নয়াদিগন্ত

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে বার সভাপতির কামরার সামনে দিয়ে আদালতে প্রবেশের গেট ভেঙে দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। গতকাল দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দিয়ে বার ভবনে ফেরার সময় গেটটি তালাবদ্ধ দেখতে পেয়ে তা ভেঙে ফেলেন তারা। এ সময় সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, শ ম রেজাউল করিম, নুরুল ইসলাম সুজন, রবিউল আলম বুদু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন
ফকিরসহ বেশ কিছু আওয়ামীপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন। গেট তালাবদ্ধ দেখতে পেয়ে আইনজীবীরা তালা ভাঙার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বার সমিতির তত্ত্বাবধায়ক নিমেষ দাসকে তারা চাবি নিয়ে আসার জন্য তাগিদ দিতে থাকেন। কিন্তু কেউ এগিয়ে না আসায় আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন। ১০ মিনিটের মতো চেষ্টা করেও তালা ভাঙতে ব্যর্থ হয়ে তারা কলাপসিবল গেট ভেঙে ফেলেন। এ বিষয়ে জানতে চাইলে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সমিতির গেটে কে তালা মেরেছে তা আমরা জানি না। তবে যারা গেট ভেঙেছে তারা যদি সমিতির সদস্য হন, তাহলে তদন্তপূর্বক চিহ্নিত করে তাদের সদস্য পদ বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামীপন্থী আইনজীবী ও বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, আমরা প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দিয়ে ফেরার পথে গেটটি তালাবদ্ধ দেখতে পাই। বারের কর্মচারী-কর্মকর্তাদের কাছে তালার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দিতে পারেননি। তখন আইনজীবীরা তালা ভাঙতে চেষ্টা করেন। এক সময় গেটটি ভেঙে যায়।

No comments:

Post a Comment