, বাজারটিতে ঢোকার সময় ওই মেয়ের শরীরে তল্লাশি করে দেখা হচ্ছিল। তিনি বলেন, ‘মেয়েটি কী বহন করছিল, তা সে জানত কি না, এ বিষয়ে আমি সন্দিহান।’ মোস্তফা বলেন, প্রবেশের সময় তল্লাশিযন্ত্রে মেয়েটির শরীরে কিছু একটা বহন করার সংকেত পাওয়া গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেয়েটিকে বিস্ফোরকমুক্ত করার আগেই বিস্ফোরণ ঘটে যায়। একজন প্রত্যক্ষদর্শী আবুবকর বাকুরা বলেন, ‘বিস্ফোরণে মেয়েটির দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। একটি অংশ রাস্তার অপর পাশে উড়ে যায়। আমি নিশ্চিত যে, বিস্ফোরণটি দূরনিয়ন্ত্রিত মাধ্যমে ঘটানো হয়েছিল।’ এই বাজারটিতেই গত ১ ডিসেম্বরের হামলায় ১০ জন এবং এর আগের সপ্তাহে চালানো হামলায় ৪৫ জন নিহত হয়।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, January 11, 2015
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় মেয়েশিশুকে ব্যবহার, নিহত ২০:প্রথম অালো
, বাজারটিতে ঢোকার সময় ওই মেয়ের শরীরে তল্লাশি করে দেখা হচ্ছিল। তিনি বলেন, ‘মেয়েটি কী বহন করছিল, তা সে জানত কি না, এ বিষয়ে আমি সন্দিহান।’ মোস্তফা বলেন, প্রবেশের সময় তল্লাশিযন্ত্রে মেয়েটির শরীরে কিছু একটা বহন করার সংকেত পাওয়া গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেয়েটিকে বিস্ফোরকমুক্ত করার আগেই বিস্ফোরণ ঘটে যায়। একজন প্রত্যক্ষদর্শী আবুবকর বাকুরা বলেন, ‘বিস্ফোরণে মেয়েটির দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। একটি অংশ রাস্তার অপর পাশে উড়ে যায়। আমি নিশ্চিত যে, বিস্ফোরণটি দূরনিয়ন্ত্রিত মাধ্যমে ঘটানো হয়েছিল।’ এই বাজারটিতেই গত ১ ডিসেম্বরের হামলায় ১০ জন এবং এর আগের সপ্তাহে চালানো হামলায় ৪৫ জন নিহত হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment