Wednesday, April 15, 2015

প্রচারণায় সরগরম ঢাকা:যুগান্তর

প্রতিদিনের মতো সোমবারও গণসংযোগ চালিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশের মেয়র প্রার্থীরা। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থীর পক্ষে এবং বিএনপি সমর্থিত এক প্রার্থীর প্রচারে এসেছে দুটি ভিন্ন মেরুকরণ। আর আজ নতুন আঙ্গিকে প্রচারণায় নামতে যাচ্ছেন আরেক প্রার্থী। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন এবং উত্তরের আনিসুল হকের পক্ষে সোমবার আত্মপ্রকাশ করেছে সহস্র নাগরিক কমিটি। জাতীয় প্রেস
ক্লাবে সোমবার বিকালে ‘মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তোলো’ শীর্ষক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ঢাকাকে কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি এবং তাদের দোসর নাশকতাকারী ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতাকারীদের হাতে তুলে না দেয়ার আহ্বান জানিয়ে কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী সাঈদ খোকনকে নির্বাচিত করার জন্য নগরবাসীকে অনুরোধ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কবি সৈয়দ শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান প্রমুখ। সাঈদ খোকন : ঢাকা দক্ষিণে সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন সোমবার বিকালে ঢাকা মহানগরের মাদারটেক এলাকার ৪নং ওয়ার্ডের আবদুল আজিজ স্কুল ও কলেজ প্রাঙ্গণে এক পথসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। পথসভায় সভাপতিত্ব করেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন। মেয়র প্রার্থী সাঈদ খোকন ছাড়াও বক্তব্য রাখেন সাবের হোসেন চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ। এদিন বিকালেই তিনি বনশ্রী, মাদারটেক, খিলগাঁও, সূত্রাপুর এবং পরে ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। এর আগে দুপুরে গণসংযোগ করেন ৪০নং ওয়ার্ডে। সেখানকার ঋষিপাড়া ও মেথরপট্টিতে ভোট চান সাঈদ খোকন। এ সময় পথসভা ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন সাবের হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতারা। আনিসুল হক : ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত ‘টেবিল ঘড়ি’ প্রতীকের প্রার্থী আনিসুল হক সোমবার সকালে জনসংযোগ করেন শ্যামলী রিং রোড, মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি, পিসি কালচার এলাকা, তাজমহল রোড, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর বাজার ও লালমাটিয়া এলাকায়। তিনি রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে একটি সভা করেন, যা নিয়ে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। আফরোজা আব্বাস : সোমবার গণসংযোগে গিয়ে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেন, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সরকার অলিখিত বৈষম্য সৃষ্টি করছে। সরকারি দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছে, আর বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর প্রত্যক্ষভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এটা একতরফা নির্বাচনের পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি বলেন, মির্জা আব্বাসহ আমাদের অনেক কাউন্সিলর প্রার্থী, কর্মী-সমর্থকদের হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে। তাদের ঘর-বাড়ি ছাড়া করা হয়েছে। এছাড়া নতুন নতুন মামলার ফাঁদে জড়ানো হচ্ছে। এ পরিস্থিতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে বাধা। সোমবার তিনি ষষ্ঠ দিনের মতো মির্জা আব্বাসের মগ প্রতীকে সকাল ১০টায় ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রফিক সিকদার, জাহাঙ্গীর আলম মিন্টু, নাহিদ নজরুল, সামছুদ্দিন আহমেদ, হারুন মিয়া, আক্তার হোসেন, নাসির, মমতাজ বেগম মম, ফারুকুল ইসলাম জিকির, মাহবুব-উল আলম বাদল প্রমুখ। আফরোজা আব্বাস ফকিরাপুল কাঁচাবাজার হয়ে গরম পানির গলি, আরামবাগ, দৈনিক বাংলা মোড় এলাকা, মতিঝিল, দিলকুশাসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। বিকালে তিনি নির্বাচনী গণসংযোগ করেন সবুজবাগ, বাসাবো, পূর্ব বাসাবো, পশ্চিম বাসাবো, উত্তর ও দক্ষিণ বাসাবো এবং মাদারটেক এলাকায়। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাবিথ আউয়াল : সোমবার বেলা ২টার দিকে মিরপুর হযরত শাহ আলীর (র.) মাজার জিয়ারত শেষে চতুর্থ দিনের প্রচারণার শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এদিন তাবিথ আউয়াল শাহ আলী মাজারে এসে নেতাকর্মীদের নিয়ে মাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। ফরজ নামাজের পর দাঁড়িয়ে মুসল্লিদের কাছে দোয়া চান তিনি। নামাজ শেষে মাজার গেটে সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। জনগণ আমাদের পক্ষে রাস্তায় নেমে এসেছে। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের বিজয় সুনিশ্চিত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে- তা তাদের কাজ কর্মে দেখা যাচ্ছে না। তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলেছি, কিন্তু সেই ব্যবস্থা তৈরি করতে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না। আশা করছি প্রধান নির্বাচন কমিশনার প্রতিশ্র“তি বাস্তবায়ন করবেন। তাবিথ আউয়াল প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, প্রার্থীরা প্রচারের সময় যথেষ্ট নিরাপত্তা পাচ্ছেন না। তাই তিনি নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। এ সময় তার সঙ্গে বিএনপি সমর্থিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ড. মো. বদি-উজ-জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাসুদ খান ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাবুল আকতার উপস্থিত ছিলেন। প্রচারণায় তাবিথের মা : ছেলের হয়ে প্রচারণা ও গণসংযোগ করছেন ২০ দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল। সোমবার কালাচঁাঁদপুর এলাকার দোকানগুলোতে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের কাছে ছেলের জন্য নাসরিনকে ভোট চাইতে দেখা যায়। এ সময় তিনি বলেন, আমরা মানুষের সেবায় বিভিন্ন ধরনের কাজ করেছি। আমার ছেলে মেয়র নির্বাচিত হলে সাধারণ মানুষের জীবন-জীবিকার সুযোগ আরও বাড়াবে। তাকে সে সুযোগ দিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সহধর্মিণী ও উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল এ সময় বলেন, তাবিথের পক্ষে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সাইফুদ্দিন আহমেদ মিলন : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সোমবার রাজধানীর কলাবাগান, ধানমণ্ডিসহ বিভিন্ন আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও আবাসিক এলাকায় সোফা প্রতীকের গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ইসাহাক ভূঁইয়া, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহ আলম দেওয়ান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অপু শিকদার, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইস্কান্দার মোল্লা, মহানগর নেতা সাহাদাত হোসেন খান, শেখ মো. শামিম, আবদুল কাশেম, আসলাম চৌধুরী, মোস্তফা হাওলাদারসহ দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতারা। কাফি রতন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) বলেন, ভয়াবহ যানজটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে ঢাকা শহর। যানজটে নাকাল ঢাকাবাসী। নাগরিকদের শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে যানজটমুক্ত গতিশীল ঢাকা গড়ে তুলতে চাই। সোমবার সকাল থেকে মিরপুর ১ নম্বর, মিরপুর ২ নম্বর, মিরপুর ৬ নম্বরে প্রচারাভিযানকালে অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় হাতি মার্কার প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রতন এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ। বিকাল ৪টায় মগবাজার চৌরাস্তা থেকে প্রচারণা শুরু করে মগবাজারের বিভিন্ন এলাকা ও তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি জোনায়েদ সাকী : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মো. জোনায়েদ আবদুর রহিম সাকী সোমবার সকালে প্রচার চালান কারওয়ান বাজার, তেজগাঁও, তেজতুরি পাড়ায়। বিকালে শ্যামলী, আদাবর এবং জাপান গার্ডেন সিটি এলাকায়। এদিকে আজ থেকে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবে গানের দল সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ও নাটকের দল বটতলার সাংস্কৃতিক কর্মীরা। প্রচারণা টিম ঢাকা উত্তরের হাতিরঝিল ও সংসদভবন চত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। ‘আগামীর ঢাকা সকলে মিলে’-এই স্লোগান নিয়ে মেয়র প্রার্থী জোনায়েদ সাকী এতে অংশগ্রহণ করবেন।  

No comments:

Post a Comment