Tuesday, May 19, 2015

যানজটের জ্বালা নগরজুড়ে:কালের কন্ঠ

সকাল থেকে নগরীর সড়কে শুরু জটলা, দুপুরে তা রূপ নেয় ভয়াবহ যানজটে। সব মিলিয়ে দিনভর ভোগান্তি ছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। রাজধানীতে যানজট নিত্যদিনের সঙ্গী হলেও গতকাল সোমবারের এ নাগরিক যন্ত্রণার মাত্রা সীমা ছাড়া ছিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম চালু করতে গিয়েই এ বিপত্তি বলে জানা গেছে। এ অবস্থায় পরীক্ষামূলক ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। হাতের ইশারা
য় যানবাহন নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ধ্যা অবধি ট্রাফিক পুলিশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে নেয় যানজট পরিস্থিতি। যানজট চিত্র নিয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপকমিশনার খান মো. রেদওয়ান বলেন, সিগন্যাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছুটা স্থবিরতা এসেছিল। ডিএমপি কমিশনার নির্দেশ দেওয়ার পর তা স্থগিত করা হয়েছে। আপাতত আগের পদ্ধতিতেই যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ট্রাফিক বিভাগের উপকমিশনার (উত্তর) কুদ্দুস আমিন আধুনিক এ সিগন্যাল ব্যবস্থার পক্ষে মত দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান বের করে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। বিশ্বের অনেক দেশে যে ব্যবস্থা সফল হচ্ছে, তা আমাদের ক্ষেত্রে কেন হবে না, সেটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার রাজধানীর কাকলী থেকে শাহবাগ পর্যন্ত ১১টি স্থানে পরীক্ষামূলকভাবে 'টাইম কাউন্টার সিগন্যাল' ব্যবস্থা চালু করা হয়। ঢাকা মহানগর পুলিশের সহায়তায় দুটি সিটি করপোরেশন এ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছে। শুক্র ও শনিবার ছুটির কারণে এ সিস্টেমের প্রভাব পড়েনি তেমন। রবিবার আকস্মিক যানজট তৈরি হলে ধরে নেওয়া হয়েছিল সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় তা ঘটেছে। কিন্তু সোমবার সকাল থেকে ভয়াবহ মাত্রায় বাড়তে থাকে যানজট। তখন পর্যালোচনায় আসে নতুন পদ্ধতি। অন্য কারণগুলোর পাশাপাশি নতুন ট্রাফিক সিস্টেমেই যানজট বাড়ছে বলে মনে করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। আর সে কারণেই পুলিশ কমিশনার দ্রুত এ পদ্ধতি বন্ধ করার নির্দেশ দেন। তবে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকা পরিবহনের যাত্রীদের সঙ্গে ট্রাফিক পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে বেশ কয়েক স্থানে। মতিঝিল থেকে মোহাম্মদপুর পৌঁছতে সময় লেগেছে দুই ঘণ্টা। মিরপুর যেতে লেগেছে তিন ঘণ্টা। এভাবে নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই ছিল যানজট। সকাল থেকেই ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, মালিবাগ, মগবাজার, মহাখালী, ধানমণ্ডি, গুলশান, উত্তরাসহ বিভিন্ন এলাকার সড়কে ছিল স্থবিরতা।

No comments:

Post a Comment