Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, July 6, 2014
আফগানিস্তানে তালেবান হামলায় ন্যাটোর ৪০০ ট্যাংকার ধ্বংস:কালের কন্ঠ
আফিগানিস্তানে তালেবান গেরিলাদের হামলায় চার শতাধিক তেলবাহী লরি পুড়ে গেছে। শুক্রবার দিনগত রাতে তালেবান হামলা চালালে ন্যাটো বাহিনীর জন্য পাঠানো এসব লরিতে আগুন ধরে যায়। গতকাল দুপুরেও এ আগুন জ্বলছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর জানায়। এ বিষয়ে আফগানিস্তান পুলিশের মুখপাত্র হাসমতউল্লাহ স্টেনেকজাই সংবাদমাধ্যমকে জানান, আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি জানান, এ হামলার পর জরুরি বিভাগের কর্মকর্তারা আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় অধিবাসীরা তালেবান হামলার পর লরির আগুনের ছবি তুলে সামাজিক সাইটে পোস্ট করছেন। অপর দিকে, তালেবান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা এ হামলা চালিয়েছে। তারা জানায়, একটা পার্কিং ডিপোতে এ হামলা চালানো হয়েছে। এ তেল ন্যাটো বাহিনীর সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment