Sunday, July 6, 2014

মিসরে ব্রাদারহুড নেতাসহ ৩৭ জনের যাবজ্জীবন:কালের কন্ঠ

মিসরের মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ বদিয়িসহ ৩৭ ইসলামপন্থী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মৃত্যুদণ্ড পাওয়া বেশির ভাগ নেতাই পলাতক রয়েছেন। কথিত সহিংস বিােভে জড়িত থাকার অভিযোগে তাদের এ দণ্ড দেয়া হয়েছে। এর আগে গত বছর সামরিক বাহিনী মিসরের ইতিহাসে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মতাচ্যুত করার পর ইসলামপন্থী বিরোধীদের ওপর দমনাভিযানে অন্য দু’টি মামলায় বদিয়ির মৃত্যুদণ্ড দেয়া হয়। জ্বালানির মূল্যবৃদ্ধি : এ দিকে ভর্তুকি কমাতে জ্বালানির যথেষ্ট মূল্য বাড়িয়েছে মিসর সরকার। অজনপ্রিয় এ পদপে দেশটির নতুন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির জন্য প্রথম বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। গত তিন বছরে ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে ভর্তুকি তুলে দেয়া উচিত বলে আগের সরকারগুলো মনে করত। কিন্তু জনরোষের ভয়ে ভর্তুকি তুলে নেয়া হয়নি। বর্তমান প্রেসিডেন্ট সিসি বলেছেন, রাষ্ট্রীয় ব্যয় কমানো থেকে তিনি পিছু হটবেন না। রাষ্ট্রীয় মালিকানাধীন আল আহরাম পত্রিকা বলছে, নতুন এ মূল্যবৃদ্ধি শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। মিসরে বাজেটের ৩০ শতাংশেরও বেশি অর্থ খাদ্য ও জ্বালানি বাবদ ভর্তুকিতে চলে যায়। জ্বালানিতে ব্যাপক ভর্তুকির কারণে মিসরীয়রা এত দিন বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে জ্বালানি সংগ্রহ করতে পারত।

No comments:

Post a Comment