Sunday, July 6, 2014

মিয়ানমারে মুসলিমদের হত্যার হুমকি দিয়ে বৌদ্ধদের সশস্ত্র মহড়া:কালের কন্ঠ

মিয়ানমারের মান্দালয় শহরে শুক্রবার ছুরি, তলোয়ার ও বাঁশের লাঠি নিয়ে বৌদ্ধরা মুসলিমবসতি এলাকায় মহড়া দিলে পুলিশ তাদের বাধা দেয়। এক দিন আগে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের সহিংসতায় কমপক্ষে দু’জনের প্রাণহানি হয়। দেশটিতে প্রায় দুই বছর ধরে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা চালিয়ে আসছে উগ্র বৌদ্ধরা। ফলে ৪৯ বছরের সেনাশাসনের পর ২০১১ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের আধা বেসামরিক সরকারের হাতে নেয়া রাজনৈতিক সংস্কার ম্লান হতে চলেছে। দুই বছরের এই সহিংসতায় প্রায় ২৪০ জনের প্রাণহানি এবং এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। সহিংসতার শিকার মুসলিমরা দেশটির জনসংখ্যার প্রায় ৫ শতাংশ। শুক্রবার প্রায় ৩০০ সশস্ত্র বৌদ্ধ মোটরসাইকেল নিয়ে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরে মহড়া দেয়। মুসলিম এলাকার প্রবেশপথে তারকাঁটার ব্যারিকেড দিয়ে তাদের থামায় পুলিশ। তারা চিৎকার করে বলতে থাকে, আমরা সব মুসলমানকে হত্যা করব।  পুলিশ মুসলিম এলাকা ঘিরে রাখলেও মধ্যাহ্ন থেকে জাতীয় সঙ্গীত গেয়ে ও মুসলিমদের হত্যার হুমকি দিতে থাকা বৌদ্ধদের নিরস্ত্র করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজপ্রাসাদের সামনে পার্ক করা একটি গাড়ি থেকে বাঁশের লাঠি বিতরণ করতে দেখা যায় এক ব্যক্তিকে। বৃহস্পতিবার ফজরের নামাজে যাওয়ার পথে এক মুসলিম নিহত হন। মঙ্গলবার সহিংসতা শুরু হওয়ার পর অনেক মুসলমান প্রাণভয়ে বাড়ি ছেড়ে হোটেল বা নিকটবর্তী শহরে  গিয়ে আশ্রয় নিয়েছে। মান্দালয়ের সবচেয়ে বড় মসজিদের ইমাম ওসমান জানিয়েছেন, শুক্রবার মুসলিমদের  বাড়ি তল্লাশি করে কোরবানির ছুরি পাওয়ায় পাঁচ মুসলিমকে আটক করা হয়েছে। অথচ পুলিশ নিশ্চিত করে জানে, এগুলো কোরবানির ছুরি এবং এসব ছুরি রাখায় আইন ভঙ্গ করা হয়নি।

No comments:

Post a Comment