Monday, July 7, 2014

অবশেষে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল:নয়াদিগন্ত

অবশেষে বাতিল করে দেয়া হলো বেসিক (বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স) ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। একই সাথে ব্যাংকটির আলোচিত চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। এই পদে কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে নিয়োগ দেয়া হয়েছে।  গতকাল অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের থেকে জারি করা দু’টি প্রজ্ঞাপন ও একটি আদেশে  এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘প্রতিষ্ঠান ব্যবস্থাপনা শাখা’র উপসচিব মো: মতিয়ার রহমান স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সালের ১৪ নং আইনে) বলে ধারা ৪৬(৬) এর অধীনে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইতঃপূর্বে গঠিত রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদ এতদ্বারা বাতিল করা হলো। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।’ দ্বিতীয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক/চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ দেয়া হলো। আলাউদ্দিন এ মজিদকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’  অন্য এক আদেশে উল্লেখ করা হয়েছে,  বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে আপনার (শেখ আবদুল হাই বাচ্চু) দাখিলকৃত ২ জুলাই ২০১৪ তারিখের পদত্যাগপত্রটি সরকার কর্তৃক গৃহীত হয়েছে। ’ ব্যাংকি বিভাগের এক সূত্র জানায়, বেসিক ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য ছয়জনের নামের একটি প্রস্তাব গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সাপেক্ষে এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এদের নিয়োগ চূড়ান্ত করা হবে।  ব্যাংকিং বিভাগ থেকে পরিচালনা পর্ষদের জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেনÑ কমার্স ব্যাংকের সাবেক ডিএমডি মো: আসাদুজ্জামান, ড. হাসান মাহমুদ এফসিএ, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক এমডি রায়হানা আনিসা ইউসূফ আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুজিব আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ ও ব্যাংকিং বিভাগের যুগ্মসচিব মামুন আল রশীদ।  জানা গেছে, বেসিকে নিয়োগ পাওয়া নতুন চেয়ার‌্যমান আলাউদ্দিন এ মজিদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন আলাউদ্দিন এ মজিদ। এরপর ১৯৯৬ সালে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯৮ সালে ব্যবস্থাপনা পরিচালক হন। ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে কৃষি অর্থনীতিবিদ (প্রিন্সিপাল অফিসার) হিসেবে তিনি ব্যাংকিং জীবন শুরু করেন। এরপর ওই ব্যাংকে তিনি উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান। ১৯৯০ সালে তিনি মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব)। ১৯৯২-এর আগস্ট থেকে ১৯৯৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রাকাবের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। শতভাগ সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংক ২০০৯ সাল পর্যন্ত একটি লাভজনক ব্যাংক ছিল। কিন্তু এরপর যখন রাজনৈতিক বিবেচনায় ২০০৯ সালের সেপ্টেম্বরে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে শেখ আবদুল হাই বাচ্চুকে নিয়োগ দেয়া হয় তখন থেকেই ব্যাংকটির আর্থিক অনিয়মের সূত্রপাত ঘটে। চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ মদদে বেসিক ব্যাংকে একে একে ঘটে যায় অনেক আর্থিক কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে লুট বা আত্মসাৎ করা হয় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা, যা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।  বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে।

No comments:

Post a Comment