Monday, July 7, 2014

১৪ ও ২০ জুলাই বাস ট্রেনের অগ্রিম টিকিট:নয়াদিগন্ত

ঈদুল ফিতর উপলে ১৪ জুলাই থেকে উত্তর ও দণিবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে ২০ জুলাই থেকে। এ ছাড়া ১৫ জুলাই থেকে মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ইজারা বাতিল করা হচ্ছে। ফলে ওই চারটি ঘাট পারাপারে আর যাত্রীদের কোনো টোল দিতে হবে না। বাস : ঈদ উপলে উত্তরাঞ্চল ও দণি-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে ঈদের অগ্রিম টিকিট দেয়া হবে। গাবতলী, কল্যাণপু
র ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে পরিবহন সার্ভিসগুলো এই টিকিট বিক্রি করবে।  গতকাল বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র জানায়, ১৪ জুলাই অর্থাৎ (১৫ রমজান) সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  ট্রেন : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২০ থেকে ২৪ জুলাই। ২০ জুলাই বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের ও ২৪ জুলাই ২৮ জুলাইয়ের টিকিট। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর ঈদের পরের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৭ জুলাই থেকে। সেদিন বিক্রি করা হবে ৩১ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকিট। প্রতিবারের মতো এবারো একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের সাত দিন ‘ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের’ মাধ্যমে বাড়তি সেবা দেয়া হবে। মোট পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া ট্রেন চলবে। এ ছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে ঈদ স্পেশাল ট্রেন চলবে। গতকাল রেলভবনে ঈদের প্রস্তুতিবিষয়ক সভা শেষে রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক সাংবাদিকদের জানান, ঈদ উপলে বিদ্যমান ট্রেনে বগিসংখ্যা বাড়ানো হবে। এ জন্য ১৬৬টি বগি মেরামত করা হয়েছে। পাশাপাশি ২০৫টি ইঞ্জিনও প্রস্তুত রয়েছে। সীমিত সম্পদের মাধ্যমে সর্বোচ্চ সেবা দিতে শতভাগ প্রস্তুত রেলওয়ে।  রেলপথ সচিব মো: আবুল কালাম আজাদ বলেন, টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিটের গায়ে যাত্রীদের বয়স ও লিঙ্গ লেখা নতুন যোগ করা হয়েছে। এতে কালোবাজারি বন্ধ করা যাবে। এ ছাড়া টিকিটে যাত্রীদের নাম ও টেলিফোন নাম্বার যুক্ত করার প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে তা চালু করা সম্ভব হবে।  নৌপথ : ঈদের আগে মাদারীপুরের কাওড়াকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ইজারা প্রথা বাতিলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের ইজারা এরই মধ্যে বাতিল করা হয়েছে। এতে ফেরিঘাট পার হতে যাত্রীদের আর প্রবেশ ফি দিতে হবে না। গতকাল বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকের জানান, যাত্রীদের কথা বিবেচনা করে ফেরিঘাটগুলোর ইজারা প্রথা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৫ জুলাই থেকে তা কার্যকর করা হবে। তবে বাস, ট্রাক, গাড়ি ও অন্যান্য যানবাহনের ফি আগের মতোই বহাল থাকবে। এ ছাড়া ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিঘাটে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকের েেত্র এ ঘোষণা প্রযোজ্য হবে না। নিরাপত্তা বিষয়ে নৌমন্ত্রী বলেন, নৌদুর্ঘটনা ক্রমশ কমছে। তা আরো কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। নৌপুলিশ ও কোস্টগার্ড নদীপথে নিয়মিত টহল দেবে। আর অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

No comments:

Post a Comment